Exit Poll 2024 : বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উদযাপন চলছে দেশজুড়ে। কারণ ভারতে লোকসভা নির্বাচন চলছে। তবে চলছে বললে ভুল হবে, কারণ শনিবার শেষ হল লোকসভা নির্বাচন। প্রায় দেড় মাস ধরে ভোটগ্রহণ হল দেশজুড়ে। সাত দফায় এবার লোকসভা নির্বাচন সম্পন্ন হলে দেশের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে। সপ্তম দফার ভোটগ্রহণ হল শনিবার। এই দিন রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল। আর এই বিরাট আয়োজনের সমাপ্তি হল এদিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন সব ইভিএম মেশিন স্ট্রং রুমে মজুত রয়েছে। সেখওনেই দেশের জনমত স্টোর করা রাখা হয়েছে। এখন সবার চোখ ৪ জুনের দিকে। কারণ ওইদিন লোকসভা নির্বাচন, ২০২৪-এর ফলাফল ঘোষণা হবে। ওইদিন ভোট গণনা হবে দেশজুড়ে। তবে আজ থেকে দেশের সব এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু হয়েছে। কিন্তু এই সমীক্ষায় এগিয়ে কোন দল? কি বলছে দেশের হাওয়া? NDA জোট কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে, নাকি I.N.D.I.A জোট এবার করবে বাজিমাত? এর উত্তর মিলবে ৪ তারিখ। তবর এবার কিছু এক্সিট পোলের হিসেব দেখে নেওয়া যাক।
News Nation-এর Exit Poll যা দেখাচ্ছে
শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই নিউজ নেশন তাদের করা দেশব্যাপী বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। তাদের সমীক্ষায় বলছে, দেশজুড়ে ৩৪২টি থেকে ৩৭৮টি আসন পেতে পারে NDA জোট। এদিকে তাদের মতে, এবার I.N.D.I.A জোট পেতে পারে ১৫৩-১৬৯টি আসন এবং অন্যান্য প্রার্থীরা পেতে পারে ২১-২৩টি আসন।
MATRIZE-এর Exit Poll যা দেখাচ্ছে
শনিবার সন্ধ্যায় ম্যাটরিজিও তাদের বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছে। তাদের সমীক্ষা অনুযায়ী, এবারের নির্বাচনে ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে NDA জোট। এদিকে তাদের মতামত অনুযায়ী, এবার I.N.D.I.A জোট পেতে পারে ১১৮ থেকে ১৩৩টি আসন। অন্যান্য প্রার্থীরা পেতে পারে ৪৩ থেকে ৪৮টি আসন।
পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের Exit Poll
● টুডেস চাণক্যর Exit Poll: বিজেপি পেতে পারে ২৪ টি আসন, তৃণমূল পেতে ১৭টি আসন এবং বাম-কংগ্রেস জোট পেতে ১টি আসন।
● Jan Ki Baat-এর Exit Poll: তৃণমূল পেতে পারে ১৬ থেকে ১৮টি আসন, বিজেপি পেতে পারে ২১ থেকে ২৬টি আসন এবং বাম কংগ্রেস পেতে পারে জোট ৩টি আসন।
● সি ভোটারের Exit Poll: তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৭ আসন, বাম-কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩ টি আসন।
Disclaimer: Exit Poll কখনোই চূড়ান্ত ফলাফল দাবি করেনা। অতীতে প্রচুর এক্সিট পোলের উল্টো ফলাফল দেখা গেছে দেশের নির্বাচনে।