IND vs BAN : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বযুদ্ধের দামামা বেজে গিয়েছে। এখনো মূল পর্বের ম্যাচ শুরু না হলেও প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। এদিকে আইপিএল শেষ করে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে মার্কিন মুলুকে। কারণ, ২০২৪-এর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তাই এই দুই দেশ আপাতত বাইশ গজের বিশ্বযুদ্ধের প্রমাদ গুনছে। আর এর মাঝেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কারণ এই ম্যাচে রীতিমতো বাংলাদেশকে দুরমুশ করে ছেড়েছে টিম ইন্ডিয়া।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪-এর প্রস্তুতি ম্যাচ অনেকদিন আগে থেকে শুরু হলেও গত শনিবার ভারতের জার্নি শুরু হয়। এতদিন যে রোহিত, জাদেজা, ঋষভ, অক্ষরদের আলাদা আলাদা রংয়ের জার্সিতে দেখে এসেছে দেশের ক্রিকেটপ্রেমীরা, এবার তাদের নীল ও জাফরান জার্সিতে দেখার সময় শুরু হল। কারণ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ ছিল। আর এই ম্যাচে ৬১ রানে বাংলাদেশকে হারালো টিম ইন্ডিয়া।
ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের ফলাফল
ভারত: ১৮২/৫ (২০ ওভার)
বাংলাদেশ: ১২১/৯ (২০ ওভার)
ভারত ৬১ রানে জয়লাভ করেছে।
ভারত-বাংলাদেশ ম্যাচে ভারতের ইনিংস
শনিবার ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই ম্যাচে সবাইকে অবাক করে ওপেনিং জুটি। রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ফলের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। কিন্তু শুরুতেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যান তিনি। রোহিত শর্মা এরপর ১৯ বলে ২৩ করেন। তবে দলের আরেক উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৩২ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এরপর সূর্যকুমার যাদব ১৮ বলে করেন ৩১ রান, শিবম দুবে করেন ১৪ এবং হার্দিক শেষদিকে ২৩ বলে ৪০ রান করেন। শেষমেষ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া করে ১৮২ রান।
দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপট
জবাবে ব্যাট করে নেমে শুরুতেই শুন্য রানে আউট হয়ে যান বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। এরপর লিটন দাস এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তও ফিরে যান তাড়াতাড়ি। তানজিম হাসান ১৭ রান এবং হৃদয় ১৩ রানের ইনিংস খেলে সংঘর্ষ করলেও শেষমেষ তারা কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। শেষের দিকে অভিজ্ঞ শাকিব করেন ২৮ রান, মহমদুল্লা করেন ৪০ রান। ভারতের হয়ে ২ টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও শিবম দুবে, একটি করে উইকেট নেন বুমরাহ, সিরাজ, হার্দিক ও অক্ষর। শেষমেষ বাংলাদেশের ইনিংস ১২২ রানে সমাপ্ত হয়ে যায়।