Chandrababu Naidu : শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং তার ফলাফল ঘোষণ। শেষমেষ চিত্রটা পরিষ্কার হয়ে গেছে যে কোন দল কতগুলি আসন পেয়ে পার্লামেন্টে যাচ্ছে। তবে বুধবার সরকার গঠন নিয়ে নানা টালবাহানা ছিল। সকাল থেকেই নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর অবস্থান নিয়ে বিস্তর চর্চা হয়েছে সব মাধ্যমেই। তারা এনডিএ জোটে থাকবেন, নাকি ইন্ডিয়া জোটে ফিরবেন? এই প্রশ্ন শোনা গেছে বাসে, ট্রেনে, অফিসে, আদালতে, খেলার মাঠে, সব জায়গাতেই। তবে শেষমেষ এই জল্পনার অবক্ষণ ঘটেছে বুধবার সন্ধ্যার আগেই। এনডিএ শিবিরের বৈঠকে যোগদান করে নীতিশ ও নাইডু দুজনেই বিজেপি জোটকে সমর্থন দিয়েছেন। তাই একথা পরিষ্কার যে, ফসর একবার দিল্লির মসনদে বসতে চলেছে এনডিএ সরকার, যার নেতা হচ্ছেন নরেন্দ্র মোদি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবুধবার সন্ধ্যায় এই বিষয়ে চন্দ্রবাবু নাইডু তার এক্স হ্যান্ডেল থেকে এনডিএ জোট শরিকদের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘দেশের মানুষের জনাদেশকে সম্মান জানিয়ে সমস্ত এনডিএ শরিক সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসাবে মেনে নিয়েছি। দিল্লিতে একটি মিটিংয়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর যোগ্য নেতৃত্বে আমরা এটা নিশ্চিত করতে পারব যে আমাদের দেশ বিশ্ব নেতা হিসাবে এগিয়ে যেতে পারবে।’ এই বিষয়ে মোদি নিজেও তার এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘আমাদের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের এটা একটা জোট। আমরা জাতীয় উন্নতিতে ও আঞ্চলিক ইচ্ছা পূরণে কাজ করে যাব। আমরা ১৪০ কোটি ভারতবাসীর উন্নতিতে ও একটি বিকশিত ভারত তৈরিতে চেষ্টা চালিয়ে যাব।’
মোদি-নাইডু জোট হলেও ভাইরাল টানাটানির ভিডিও
একদিকে যখন তৃতীয় এনডিএ সরকারের ঘোষণা হচ্ছে, তখন সমাজিক মাধ্যমে একটি ভিডিও চূড়ান্ত ভাইরাল হতে দেখা গিয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে রাজনৈতিক। ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দ্রবাবু নাইডু এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একটি রাজনৈতিক সভায় মোদিকে দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর হাত ধরে টেনে তার পাশের চেয়ারে বসাতে। যদিও নাইডু প্রথমে সেই চেয়ারে বসতে চান নি। আর এই ভিডিওটি এখন আগুনের মতো ভাইরাল সবকটি সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওর আসল সত্যিটা জেনে নিন
গতকাল এনডিএ জোট শরিকদের বৈঠক হয়েছে। বৈঠকের পর গ্রুপ ফটো শেয়ার করেছেন জোট শরিকদের প্রায় সকলেই। আর সেখানে মোদির পাশে চন্দ্রবাবু নাইডুকে দেখা গেছে। যদিও এই ভিডিও অনেক পুরনো। ২০১৪ সালের ভিডিও এটি। তখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ছিলেন না। সেই বছরই ভোটে জিতে প্রথমবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হন তিনি। সেই বছরও মোদির এনডিএ জোটে সমর্থন ছিল চন্দ্রবাবু নাইডু ও তার দলের।
দেখুন সেই ভাইরাল ভিডিও-
Modi to Chandrababu Naidu 🤣#ElectionsResults #INDIA_सरकार_है_तैयार pic.twitter.com/FXKFKdfS9k
— Tejas Chauhan AAP (@tejaschauhanAAP) June 4, 2024