Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND VS PAK T20 : ‘জিতবে তো এই দলই….’, ভারত-পাক ম্যাচের আগেই বড় ভবিষ্যদ্বাণী শাহিদ আফ্রিদির

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

IND VS PAK T20 : কয়েকদিন আগেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তবে বুধবার থেকে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আর…

IND VS PAK T20 : কয়েকদিন আগেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তবে বুধবার থেকে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আর এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল ভারত। বুধবার তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ৮ উইকেটে। এই ম্যাচে রোহিত শর্মা অর্ধশতরান করলেন। ভাল বল করলেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংরা। তবে এই ম্যাচে সহজ জয় এলেও আগামী ম্যাচে ভারতের জয় এতটাও সহজ হবেনা। কারণ, আগামী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তাই একটা বাড়তি চাপ তো রয়েছে এই ম্যাচকে ঘিরে। আর এবার এই ম্যাচকে ঘিরে হয়ে গেল ভবিষ্যদ্বাণী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী ৯ জুন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে বাইশ গজের বিশ্বযুদ্ধে। ক্রিকেটের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দল তারা। তাই এবার এই ম্যাচকে ঘিরে উন্মাদনা বাড়ছে। আর এই ম্যাচের আগেই বড় ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা স্টার অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। সম্প্রতি, তিনি বলেছেন যে ভারত পাকিস্তান ম্যাচ ঠিক কতটা উত্তেজক। একইসঙ্গে আফ্রিদি জানিয়েছেন যে ভারত-পাকিস্তান ম্যাচে কোন দল এগিয়ে থাকবে।

IND VS PAK T20 : 'জিতবে তো এই দলই....', ভারত-পাক ম্যাচের আগেই বড় ভবিষ্যদ্বাণী শাহিদ আফ্রিদির

ভারত-পাকিস্তান ম্যাচকে নিয়ে যা বললেন আফ্রিদি

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪-এর ব্র্যান্ড এমবাসেডোর শাহিদ আফ্রিদি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বলেছেন, “যেসব আমেরিকানরা টুর্নামেন্ট সম্পর্কে জানতে চায় তাদের জানা উচিত যে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি তাদের সুপার বোলের মতো। আমি ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করতাম এবং আমি বিশ্বাস করি এটি খেলাটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। আমি যখন ওই ম্যাচগুলোতে খেলতাম, ভারতীয় সমর্থকদের কাছ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা পেতাম এবং দুই দলের কাছেই এর অর্থ অনেক কিছু।”

IND VS PAK T20 : 'জিতবে তো এই দলই....', ভারত-পাক ম্যাচের আগেই বড় ভবিষ্যদ্বাণী শাহিদ আফ্রিদির

ভারত-পাকিস্তান ম্যাচে কাকে এগিয়ে রাখলেন আফ্রিদি?

আগামী ৯ জুনের ভারত বনাম পাক ম্যাচের আগে কোনো ভবিষ্যদ্বাণী না করলেও এই ম্যাচের বিভিন্ন দিক তুলে ধরেছেন আফ্রিদি। তিনি বলেছেন, “ভারতের বিপক্ষে সুযোগের চাপ সামলানোটাই আসল। দুই দলেই অনেক প্রতিভা আছে, তাদের শুধু ওই দিন একসঙ্গে থাকতে হবে। এই ম্যাচে এবং পুরো টুর্নামেন্টে সেটাই হবে। যে দল ধৈর্য ধরে রাখবে, তারাই জিতবে।” আফ্রিদি আরো বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট খুবই আনপ্রেডিক্টেবল এবং দলগুলোর এখন ব্যাটিংয়ে অনেক গভীরতা রয়েছে। আপনার আট নম্বর ব্যাটসম্যান ১৫০ স্ট্রাইক রেটে রান করে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। আমি আশাবাদী যে এবার পাকিস্তান জিতবে, তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাছাই করা কঠিন।”

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...