Tecno Phantom V2 Flip : দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে এই ধরণের উন্নতমানের মোবাইলের চাহিদা বাড়ছে। একইসঙ্গে এখন প্রিমিয়াম মোবাইলে নানা অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার করা চিন্তাভাবনা করছে নির্মাতা কোম্পানিগুলি। আর এবার বাজারে এমনই এক নেক্সট-জেনারেশন মোবাইল লঞ্চ করে ধামাকা করতে চলেছে Tecno। কি মিলবে এই মোবাইলে? জেনে নিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন বাজারে ফ্লিপ মোবাইল সবথেকে বেশি উন্নতমানের বলা গণ্য করা হয়। কারণ এই মোবাইলের ডিসপ্লে উল্টে-পাল্টে দেওয়া যায়। তিবে এই মোবাইলকে পিছনে ফেলবে Tecno-র বেন্ড মোবাইল সিরিজ। কারণ এই মোবাইলের ডিসপ্লেটিকে ইচ্ছেমতো বাঁকানো যাবে। সেই কারণেই এই মোবাইলটিকে চাইলে আপনি স্মার্টওয়াচ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই মোবাইলটি হল Tecno Phantom V2 Flip। কিন্তু এর কি কি স্পেসিফিকেশন মিলবে এই মোবাইলে? তা এবার দেখে নিন।
লঞ্চের আগেই FCC সার্টিফিকেট পেল Tecno Phantom V2 Flip মোবাইল
মূলত, ফিচার্স ও দামের দিক থেকে যেসব মোবাইল বা গ্যাজেট আকর্ষণীয় হয় এবং যেসব গ্যাজেট কিনলে মানুষজন ঠকবে না, সেইসব গ্যাজেটকে একটি বিশেষ সার্টিফিকেশন দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। আর এই স্বীকৃতিকে বলা হয় ফেডারেল কমিউনিকেশন কমিশন বা FCC সার্টিফিকেশন। সম্প্রতি Tecno Phantom V2 Flip মোবাইলটি এই স্বীকৃতি পেয়েছে। ওয়েবসাইটে AE11 নামে মোবাইলটি স্থান পেয়েছে।
Tecno Phantom V2 Flip মোবাইলের ফিচার্স
● এই মোবাইলের ব্যাক প্যানেলে একটি বড় সেকেন্ডারি স্ক্রিন থাকবে, যার ওপরে বাঁদিকে দুটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে।
● এই মোবাইলে ৩,৪১০ এমএএইচ এবং ১,১৮০ এমএএইচ ক্ষমতার ডুয়েল-সেল ব্যাটারি থাকবে।
● এই মোবাইল ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
● এই মোবাইলটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে।
● কোম্পানি সূত্রে খবর, এই মোবাইলটি MediaTek Dimensity 8020 প্রসেসর সহ উপলব্ধ হবে।