Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মায়ের অপমানের বদলা….’, বললেন কঙ্গনাকে থাপ্পড় মারা মহিলা CISF জওয়ান, ভাইরাল হল ভিডিও

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

২০২৪-এ যে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসছেন নরেন্দ্র মোদি, তা মোটামুটি পরিষ্কার হয়েছে ৫ তারিখ সন্ধ্যার আগেই। নীতিশ-নাইডুর সনর্থনে ম্যাজিক-ফিগার পার করে সরকার গড়ছে NDA জোট। তাই মন্ত্রিসভা তৈরির প্রস্তুতি…

২০২৪-এ যে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসছেন নরেন্দ্র মোদি, তা মোটামুটি পরিষ্কার হয়েছে ৫ তারিখ সন্ধ্যার আগেই। নীতিশ-নাইডুর সনর্থনে ম্যাজিক-ফিগার পার করে সরকার গড়ছে NDA জোট। তাই মন্ত্রিসভা তৈরির প্রস্তুতি চলছে রাজধানীর বুকে। এই কারণে বিজেপি সহ NDA জোটের সব শরিক দলের বিজয়ী সাংসদরা দিল্লির পথে রওনা দিচ্ছেন। আর দিল্লি যাওয়ার আগেই বেশ বিপাকে পড়লেন অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী সাংসদ কঙ্গনা রানাউত। বিমানবন্দরে এক মহিলা CISF জওয়ানের হাতে চড় খেলেন নবনির্বাচিত তারকা সাংসদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃহস্পতিবার দুপুরে চন্ডীগড় এয়ারপোর্টে ঘটে এই ঘটনা। আর এই ঘটনা নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। কারণ নির্বাচিত সাংসদকে কিভাবে একজন অন-ডিউটি নিরাপত্তা কর্মী এভাবে থাপ্পড় মারতে পারেন, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যে বিমানবন্দরের সেই ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে। তবে এই ঘটনার পিছনেও যে বিশেষ একটি কারণ রয়েছে, তা জানা গেছে পরবর্তী সময়ে।

'মায়ের অপমানের বদলা....', বললেন কঙ্গনাকে থাপ্পড় মারা মহিলা CISF জওয়ান, ভাইরাল হল ভিডিও

কঙ্গনাকে থাপ্পড় মারা মহিলা জওয়ান কে?

সূত্রের খবর, অভিযুক্ত CISF জওয়ানের নাম কুলবিন্দর কউর। তিনি এক কৃষক পরিবারের সন্তান। ২০০৯ সালে তিনি CISF-এ যোগ দেন। ২০২১ সাল থেকেই চণ্ডীগড় বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপ ফোর্সে রয়েছেন কুলবিন্দর। এই জওয়ান জানান যে কৃষক আন্দোলনকে নিয়ে যে বিরূপ মন্তব্য করেছিলেন কঙ্গনা, তার জেরেই তিনি তাকে চড় মেরেছেন। কারণ ওই জওয়ানের মা’ও নাকি সেই আন্দোলনে ছিলেন। কুলবিন্দর বলেন, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।”

'মায়ের অপমানের বদলা....', বললেন কঙ্গনাকে থাপ্পড় মারা মহিলা CISF জওয়ান, ভাইরাল হল ভিডিও

ঘটনার প্রতিক্রিয়ায় কি বললেন কঙ্গনা?

ঘটনাটি ঘটে যাওয়ার পর সাংসদ কঙ্গনা রানাউত এর প্রতিক্রিয়া হিসেবে একটি বার্তা দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সেই বার্তায় তিনি বলেন, “আমি সুরক্ষিত রয়েছি। সিকিউরিটি চেকিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। আমার কাজ শেষ হওয়া অবধি ওই মহিলা অপেক্ষা করছিলেন যে কখন আমি ওঁর সামনে দিয়ে যাব। এরপর আচমকাই পাশ থেকে আমার গালে চড় পড়ল। আমাকে হেনস্তা করা হয়েছে। আমি যখন ওই মহিলা জওয়ানকে জিজ্ঞেস করলাম, কেন উনি এই কাজ করলেন? উনি পালটা কৃষক আন্দোলনের কথা টেনে আনলেন।আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?”

দেখুন সেই ঘটনার ভিডিও –

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...