Weather update : গ্রীষ্মের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। বৈশাখ মাসে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও ৪২, কোথাও আবার ৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল পারদের অঙ্কটা। ফলে এই তীব্র গরমে কার্যত জ্বলছিল বাংলা। তবে গ্রীষ্মের মাঝে দিনকয়েক কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়ে এখন স্বস্তি ফিরেছিল রাজ্যে। তারপর আবার ঘূর্ণিঝড় রেমালের জেরে গত সপ্তাহের কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। ফলস্বরূপ তাপপ্রবাহের দাপট থেকে সাময়িক মুক্তি পেয়েছে রাজ্যবাসী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ইতিমধ্যে বর্ষার আগমন নিয়ে সুখবর দিয়েছে হাওয়া অফিস। আলিপুর থেকে জানানো হয়েছে যে এবছর বর্ষা অনেক আগেই ঢুকবে রাজ্যে। কারণ সপ্তাহখানেক আগে আন্দামান ও কেরলে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। তার কিছুদিন পরেই উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। আর এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতের বর্ষার আগমন নিয়ে অপেক্ষা শুরু হয়েছে। কিন্তু কবে বর্ষা ঢুকবে রাজ্যের সমতলের জেলাগুলিতে? আলিপুর হাওয়া অফিস থেকে এই সম্পর্কে লেটেস্ট আপডেট জেনে নিন।
বর্ষার আগমন নিয়ে বড় আপডেট দিলো অধি-দফতর
গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। সেখানকার জেলাগুলিতে ইতিমধ্যে বেশ কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছে, যা এখন চলবে কয়েকদিন। আলিপুর হাওয়া অফিস থেকে জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। কিন্তু তা হচ্ছে না। আপাতত বর্ষা উত্তরেই আটকে আছে। যে কারণে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট হয়ে আছে আবহাওয়া। আগামী এক সপ্তাহ দক্ষিণে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও এই গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে না, তেমনটাই জানাচ্ছেন আবহবিদেরা। তবে, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আজ কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আজ ও আগামীকাল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আবার তীব্র গরমের সতর্কতা রয়েছে।