Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাহসী ফটোশুটে ফর্সা চকচকে উরু দেখালেন পায়েল সরকার, ছবি দেখে ঘাম ঝরল পুরুষ ভক্তদের

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান প্রজন্মের টলি-সুন্দরীদের তালিকায় প্রথমের সারিতে নাম থাকে অভিনেত্রী পায়েল সরকারের। বিগত কয়েকবছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। একাধিক হিট ছবিতে তার অভিনয় মন জয় করেছে দর্শকদের। তবে অভিনয় ছাড়াও…

বর্তমান প্রজন্মের টলি-সুন্দরীদের তালিকায় প্রথমের সারিতে নাম থাকে অভিনেত্রী পায়েল সরকারের। বিগত কয়েকবছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। একাধিক হিট ছবিতে তার অভিনয় মন জয় করেছে দর্শকদের। তবে অভিনয় ছাড়াও নিজেকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই নানা রূপে, নানা সাজে, নানা অবতারে ভক্তদের ধরা দিয়ে থাকেন তিনি। কখনো যেমন সাবেকি লুকেও দেখা মেলে তার, কখনো পাশ্চাত্য পোশাকেও নিজেকে মেলে ধরেন, আবার বিকিনি বা মনোকিনির মতো খোলামেলা পোশাকেও ধরা দেন এই টলি-কুইন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর কায়িক সৌন্দর্যে প্রায়ই ঘায়েল হন নেটিজেনরা। বয়স চল্লিশ পেরোলেও এখনো একইভাবে নিজেকে গ্ল্যামারাস রেখেছেন তিনি। টলি জগতে এখনো তাকে নিয়ে বিস্তর চর্চা হয়। সোশ্যাল মিডিয়ায় তো তার ফ্যান ফলোয়িং নেহাত কম নয়। তবে গ্ল্যামার দুনিয়ার পাশাপাশি অভিনয় জগতের সঙ্গে একইভাবে যুক্ত রয়েছেন অভিনেত্রী। আগামীতে পায়েল সরকাকে ‘পিরিয়ড’ ছবিতে দেখা যাবে। নাট্যকার শিশির ভাদুড়ির বায়োপিকে এবার দেখা যাবে অভিনেত্রীকে। সেই সঙ্গে বেশ কিছু ওয়েবসিরিজের কাজেও হাত দিচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার।

সাহসী ফটোশুটে ফর্সা চকচকে উরু দেখালেন পায়েল সরকার, ছবি দেখে ঘাম ঝরল পুরুষ ভক্তদের

ইনস্টাগ্রামে উষ্ণতা ঢেলে দিলেন পায়েল সরকার

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি অপলোড করেছেন অভিনেত্রী, যা দেখে রীতিমতো ঘুম উড়ছে তার অনুরাগী ও ভক্তদের। আর এই ছবিতে তাকে দেখা গেল বোল্ড লুকে। অভিনেত্রীকে এই ফটোশুটে ধরা দিলেন অফ শোল্ডার ক্রপ টপের সঙ্গে নীল চেক শর্ট স্কার্ট এবং একই রঙের ব্লেজারে। এটি মূলত একটি রেট্রো পাশ্চাত্য পোশাক। পোশাকের ফাঁকে উন্মুক্ত হয়েছে তার ফর্সা উরু। আবার ছবিতে দৃশ্যমান হয়েছে বক্ষবিভাজিকাও। অভিনেত্রীর মুখে রয়েছে মানানসই মেকআপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক, পরিপাটি করে বাঁধা চুলে যেন আরো বেশি স্বপ্রতিভ দেখাচ্ছে তাকে।

সাহসী ফটোশুটে ফর্সা চকচকে উরু দেখালেন পায়েল সরকার, ছবি দেখে ঘাম ঝরল পুরুষ ভক্তদের

মুহূর্তে ভাইরাল হয়েছে অভিনেত্রীর লাস্যময়ী লুক

একটি দুধসাদা রংয়ের সোফার উপর লাস্যময়ী পোজে বক্সে ক্যামেরাবন্দি হয়েছেন টলিপাড়ার এই সুন্দরী। প্রতিটি পোজে ফুটে উঠেছে তার আবেদনময়ী অভিব্যক্তি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটা সেলাইয়ে রয়েছে রাজকীয়তা, প্রতিটি রঙে রয়েছে ভদ্রতা’। পাশে এঁকে দিয়েছেন একটি ইমোজি। সোশ্যাল মিডিয়াতে এই ছবিতে ঝড় তুলেছেন তিনি। ভক্তরা তার এই লুকে যে রাতের ঘুম হারিয়েছেন, কমেন্ট বক্সে তার প্রতিফলন স্পষ্টভাবে লক্ষ্যনীয়।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...