ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে বেশ কিছু দেশি ও ভিনদেশি কোম্পানির। তবে ইলেকট্রিক গাড়ির এই যুগে এখনো বেশ জনপ্রিয় পেট্রোল ইঞ্জিন। তার কারণ হল পেট্রোল ইঞ্জিনের পাওয়ার। এক্ষেত্রে বাজারে রয়েছে হোন্ডা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এখন আধুনিকরণের সময়ে ইলেকট্রিক গাড়ির বিক্রিও বাড়ছে পাল্লা দিয়ে। আর এই ইলেকট্রিক গাড়ির বাজারে বর্তমানে বেশ ভালো জনপ্রিয়তা বেড়েছে ওলা’র। দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয় হয়েছে নির্মাতা সংস্থা ওলার বিভিন্ন স্কুটার। আর এই চলতি বাজারে প্রতি বছরই দুর্দান্ত ফিচার্সের কিছু স্কুটার লঞ্চ করে ওলা। এর মাঝেই এবার নতুন একটি রেকর্ড গড়লো এই কোম্পানি। বিক্রির নিরিখে আবার একবার এক নম্বরে উঠে এল Ola-র নাম।
অটোমোবাইল বাজারে নতুন রেকর্ড গড়লো Ola
কোম্পানির দাবি, মে মাসে দেশে ই-স্কুটার বিক্রির নিরিখে নতুন রেকর্ড গড়েছে ওলা। পরিসংখ্যান বলছে, গত মাসে ভারতের ই-ভেহিকেল মার্কেটের ৪৯ শতাংশ বাজার ওলা একই দখল করেছে। কোম্পানির দাবি, মে মাসে মোট ৩৭,১৯১ ইউনিট ই-স্কুটারের রেজিস্ট্রেশন করেছে তারা। সম্প্রতি, ওলা ইলেকট্রিক টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অনশুল খান্ডেলওয়াল বলেন, “আমরা আমাদের ৪৯ শতাংশ মার্কেট শেয়ার এবং সেইসঙ্গে দু চাকার গাড়ির বিক্রি করে এখন ২ ওয়াট বিভাগে ভারতের ইভি বিভাগকে নেতৃত্ব দিচ্ছি। আমরা সম্প্রতি আমাদের S1-X মডেলের ইভি স্কুটার বিক্রি করতে শুরু করেছি। আমরা আমাদের শিল্পের সামগ্রিক বৃদ্ধির জন্য ইভি ২ ওয়াট বাজার সম্প্রসারণের দিকে কাজ চালিয়ে যাবো।”
Ola S1-X মডেল ই-স্কুটারের দাম
● Ola S1-X মডেলের এক্স-শোরুম দাম ৭৪,৯৯৯ টাকা থেকে ৯৯,৯৯৯ টাকা।
● Ola S1 Pro প্রো মকদেলের এক্স-শোরুম দাম ১,২৯,৯৯৯ টাকা।
● Ola S1 Air মডেলের এক্স-শোরুম দাম ১,০৪,৯৯৯ টাকা।
● Ola S1-X+ মডেলের এক্স-শোরুম দাম ৮৯,৯৯৯ টাকা।