Ind vs Pak : আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়ে গিয়েছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৪। ইতিমধ্যে গ্রুপ স্টেজের ম্যাচ চলছে প্রতিদিনই। নানা ঘটন ও অঘটনের মধ্যে দিয়েই এবারের বিশ্বকাপ এগিয়ে চলেছে সুপার-৮ পর্বের দিকে। অঘটনের মধ্যে প্রথমেই যেটি ঘটেছে, তা হল আমেরিকার কাছে পাকিস্তানের হার। তারপর আবার আফগানিস্তান বড়সড় ব্যবধানে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়েছে। তবে এসব ছাড়াও ভারতের ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচের দিকে তাকিয়ে আছেন, তা হল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। ভারত-পাক ম্যাচ এমনিতেই উত্তেজনা বাড়ায়। সেই সঙ্গে যদি আবার সেটি বিশ্বকাপের ম্যাচ হয়, তাহলে তো বাঁধ ভাঙে ভক্তদের উন্মাদনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে বাইশ গজের বিশ্বযুদ্ধের অভিযানে দুর্দান্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারত। তবে প্রথম ম্যাচ সহজ থাকলেও পরের ম্যাচ নিয়ে বাড়ছে টেনশন। কারণ আগামী রবিবার ভারতের সামনে বাইশ গজের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মার্কিন মুলুকে হতে চলা এই মেগা ম্যাচকে ঘিরে চড়ছে পারদ। কারণ, পাকিস্তান প্রথম ম্যাচ হারলেও ভারতকে যে সহজে ছেড়ে দেবে না, তা কমবেশি সকলেরই জানা কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রেস্টিজ ফাইটে নামার আগে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কৌতুহল বাড়ছে। তবে এর মাঝেই ভারতের জন্য রয়েছে একটি খারাপ খবর।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা চোট পেয়েছেন
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খারাপ পিচে ব্যাটিং করার সময়েই ভারতের অধিনায়ক রোহিত শর্মা কাঁধের কাছে চোট পান। একটি দ্রুতগতির বল আচমকা বাউন্স করে কাঁধের জয়েন্টে আঘাত করে। তারপর মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ফের খেলতে নামেন রোহিত। কিন্তু বেশিক্ষণ না খেলে রিটায়ার্ড হার্ট হয়ে তিনি উঠে যান মাঝপথে। তবে সেই চোট গুরুতর হয়নি বলেই খবর। কিন্তু তারপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময়ে নাকি আবার চোট পেয়ে যান হিটম্যান। আর তার এই চোট নিয়ে এবার টেনশন বাড়ছে ভারতীয় শিবিরে।
রোহিতের অবর্তমানে দলকে সামলাবেন কে?
রোহিত শর্মা হলেন ভারতীয় দলের অধিনায়ক। সেই সঙ্গে দলের ওপেনিং ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। তাই রোহিত শর্মা যদি ভারত-পাক ম্যাচে না খেলতে পারেন তাহলে সেটি টিম ইন্ডিয়ার কাছে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তবে রোহিতের অবর্তমানে হার্দিক পান্ডিয়া দলকে নেতৃত্ব দিতে পারেন। এদিকে ওপেনিংয়ে যস্বস্বী জয়সওয়ালকেও খেলানো যেতে পারে বিরাট কোহলির সঙ্গে। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচে এমন পরিবর্তন যদি বুমেরাং হয়ে ভারতকে বিপদে ফেলে, তাহলেই মুশকিল। তবে রোহিতের চোট এবং তার কারণে আগামী ম্যাচে তাকে না পাওয়ার বিষয়ে এখনো কোনো সঠিক খবর সামনে আসেনি। তাই পুরোটাই অপাতত জল্পনার স্তরে।