Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Narendra Modi : সামান্য RSS কর্মী থেকে ৩ বার দেশের প্রধানমন্ত্রী, মোদির উত্থানের অজানা কাহিনীগুলি জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Narendra Modi : একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দিল্লির মসনদে আসীন হয়েছে NDA সরকার। এই NDA হল আদতে একটি জোট, যার মূল শরিক দল হল বিজেপি। তবে এই জোটে…

Narendra Modi : একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দিল্লির মসনদে আসীন হয়েছে NDA সরকার। এই NDA হল আদতে একটি জোট, যার মূল শরিক দল হল বিজেপি। তবে এই জোটে আরো অনেক দল রয়েছে। আর সবার আসন সংখ্যা মিলিয়ে ম্যাজিক ফিগার পেরিয়েছে। তাই এবার সরকার গড়ছে NDA জোট। রবিবার শপথ নিয়েছে জোটের সাংসদরা। দিল্লির রাইসিনা হিসলে রবিবাসরীয় সন্ধ্যায় ছিল এই শপথগ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে দিল্লিকে যেমন মুড়ে ফেলা হয় নিরাপত্তার মোড়কে, তেমনই সাজিয়ে তোলা হয় গোটা শহরকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২৪-ও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নদা জোটের মনোনীত নেতা নরেন্দ্র মোদি। এবার মোদির মন্ত্রীসভায় শপথ নিয়েছেন ৭২ জন মন্ত্রী। যার মধ্যে ৩১ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তবে কে কোন দপ্তর পাচ্ছেন, তা এখনো জানা যায়নি। তবে এবার শপথ নিয়ে বেআহ কয়েকটি রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। একনজরে দেখে নেবো তার গড়ে ফেলা রেকর্ড এবং যার উত্থানের গল্পটা।

Narendra Modi : সামান্য RSS কর্মী থেকে ৩ বার দেশের প্রধানমন্ত্রী, মোদির উত্থানের অজানা কাহিনীগুলি জেনে নিন

তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে যেসব রেকর্ড গড়লেন মোদি

● জওহরলাল নেহেরুর পর তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। ১৯৬২ সালের পর দীর্ঘ সময় এই রেকর্ড কোনো প্রধানমন্ত্রী ছুঁতে পারেননি।
● নরেন্দ্র মোদি হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী, যার জন্ম হয়েছিল দেশের স্বাধীনতার পর। ১৭ ই সেপ্টেম্বর, ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি।
● দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাম জন্মভূমিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের আগস্ট মাসে প্রায় ২৮ বছর পর অযোধ্যা গিয়েছিলেন মোদি।
● বিশ্বের প্রথম নেতা হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি সাবস্ক্রাইবারের নজির রয়েছে মোদির কাছেই।
● জি-২০ নেতা হিসেবে সবথেকে বেশিদিন থাকার রেকর্ডও রয়েছে মোদির হাতেই।

Narendra Modi : সামান্য RSS কর্মী থেকে ৩ বার দেশের প্রধানমন্ত্রী, মোদির উত্থানের অজানা কাহিনীগুলি জেনে নিন

RSS কর্মী থেকে দেশের প্রধানমন্ত্রী- নরেন্দ্র মোদির উত্থান

● ১৯৭১ খ্রিষ্টাব্দের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন।
● ১৯৮৫ খ্রিষ্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ মোদীকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়।
● ১৯৮৮ খ্রিষ্টাব্দে মোদি ভারতীয় জনতা পার্টির গুজরাত শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
● ২০০১ খ্রিষ্টাব্দের ৭ই অক্টোবর মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
● ২০০২ সালে দ্বিতীয়বার, ২০০৭ সালে তৃতীয়বার এবং ২০১২ সালে চতুর্থবারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নরম মোদি।
● ২০১৪ সালে প্রথমবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মোদি।
● ২০১৯ সালে রেকর্ড জয়ের মাধ্যমে দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হন তিনি।
● ২০২৪ সালে তৃতীয়বারের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...