ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, বাজাজ সহ হাতেগোনা কয়েকটি কোম্পানি। সম্প্রতি এই তালিকায় এসেছে টিভিএস, হিরো’ও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে স্কুটারের বাজারে এখন গোটা দেশে ভালো পারফর্ম করেছে TVS-র কিছু পেট্রোল স্কুটার। একাধিক স্কুটার লঞ্চ করে দেশের অটোমোবাইল বাজারে বেশ নামডাক হয়েছে এই নির্মাতা সংস্থার। তবে সব মডেলের মধ্যে এই কোম্পানির TVS Jupiter মডেলটি ছিল সর্বাধিক জনপ্রিয়। বহুদিন ধরে অনেক ভার্সন লঞ্চ হচ্ছে এই স্কুটারের। আর এখন এই স্কুটারের একটি দুর্দান্ত ভার্সন বাজারে এসে গেল। একনজরে দেখে নিন এই স্কুটারের ফিচার্স, দাম ও অফারের বিস্তারিত।
ইঞ্জিন ও ফিচার্সে আধুনিকতার ছোঁয়া
TVS কোম্পানির এই স্কুটার উপলব্ধ হবে ক্লাসিক লুকে। মনে করা হচ্ছে, TVS Jupiter-এর এই নতুন মডেলটি ১০৯.৭ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন সহ পাওয়া যাবে। এই ইঞ্জিন শক্তিশালী হিসেবে কাজ করবে স্কুটারে। কারণ কোম্পানির দাবি, এই ইঞ্জিন ৭.৭৭ বিএইচপি ক্ষমতা এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। এছাড়াও হার্ডওয়্যার হিসেবে এই স্কুটারে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। স্কুটারের দু’চাকায় ড্রাম ব্রেক পাওয়া যাবে। তবে হায়ার স্পেক মডেলে ডিস্ক ব্রেক পাওয়া যেতে পারে।
TVS Jupiter-এর আগের মডেলের থেকে কি কি পরিবর্তন হবে?
লুকের দিক থেকে একটু আলাদা হবে TVS Jupiter-এর এই নতুন ১১০ সিসির মডেলটি। মনে করা হচ্ছে, আগের মডেলগুলির থেকে এই স্কুটারের ডিজাইন আরো বেশি উন্নত হবে। এই কারণে ক্রেতারা বেশি করে আকৃষ্ট হবেন। এছাড়াও এই স্কুটারে নতুন টেল লাইট সেটআপ দেওয়া হবে। এছাড়াও স্কুটারে এলইডি লাইট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর এইসব দেওয়া হলে স্কুটারের লুকসে নতুন মাত্রা যোগ হবে। বর্তমানে মহারাষ্ট্রের এই স্কুটারটির আর্লি টেস্টিং চালাচ্ছে টিভিএস। তবে লঞ্চের তারিখ বা দাম সম্পর্কে এখনো কিছু তথ্য প্রকাশ করা হয়নি।