গত কয়েকদিন ধরে গুমোট গরমে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন চরমে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু জেলায়। এদিকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ নিয়ে আপাতত কোনো সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে রয়েছে বর্ষা। তবে বর্ষা না এলেও যে পরিমান জলের বাস্পীভবন হয়েছে, তাতে করে আকাশে মেঘ তৈরি হচ্ছে বর্ষার আগেই। আর সেই কারণেই প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতা ও গাঙ্গেয় জেলাগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই। আবার পশ্চিমের কয়েকটি জেলাতেও কয়েকদিন ধরে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়ে আসছে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানা গেছে। তাহলে আজ কেমন থাকবে সামগ্রিক রাজ্যের আবহাওয়া? সর্বশেষ আপডেট জেনে নিন এই নিবন্ধ থেকে।
দিনভর গুমোট গরমে হাঁসফাঁস কলকাতায়
হাওয়া অফিস জানিয়েছে যে আজ দিনভর কলকাতার বুকে অর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। সেই কারণে শহরে আজ গুমোট গরম থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি
কলকাতায় বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ দুপুরের পরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে প্রায় সব জেলাতেই। সেই কারণে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এইসব জেলায় আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করে হয়েছে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন এইসব জেলায় এমনই আবহাওয়া থাকবে বলে জানা গেছে।
উত্তরবঙ্গে অব্যহত ঝড়বৃষ্টির দাপট
আজ ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ দুর্যোগের পূর্বাভাসের কারণে সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।