এই বছর গ্রীষ্মের শুরুতেই চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা। আর সেই প্রভাব জারি ছিল বৈশাখের প্রতিটা দিনই। এমনকি শহর কলকাতায় গত ৪০ বছরের গরমের রেকর্ড ভেঙে গিয়েছিল এই গ্রীষ্মে। কার্যত প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা ছিল রাজ্যবাসীর। তবে কয়েকদিন আগে রাজ্যের বুকে বৃষ্টি ও কালবৈশাখী ও রেমাল ঘূর্ণিঝড় হয়েছে। যে কারণে গত কয়েক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ঝড়বৃষ্টি হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই কারণে এবছর আগেভাগে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সরকারি স্কুলগুলিতে। এর আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। ছুটি থাকবে ২ জুন অবধি। তবে তারপর থেকেই রাজ্যে শুরু হয় চরম তাপপ্রবাহ। এদিকে আবার শুরু হয় লোকসভা নির্বাচন। তাই এবার আরো এগিয়ে আনা হয় গরমের ছুটি। গত ২২ এপ্রিল থেকে বন্ধ করা হয় রাজ্যের সমস্ত সরকারি স্কুল।
গরমের কারণে পড়ুয়াদের উপস্থিতি নগণ্য
বর্ষার সময়কাল হয়ে এলো এখনো তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে উত্তর ভারতের প্রায় সব রাজ্যেই। সেই কারণে আবার গরমের ছুটি বাড়ানোর দাবি তুলছেন অভিভাবকদের একাংশ। এদিকে ছুটি শেষে স্কুল খুলে গেলেও স্কুলে পড়ুয়াদের উপস্থিতি তুলনামূলক অনেক কম। মিডিয়া সূত্রে খবর, নতুনভাবে স্কুল খোলার পর সরকারি স্কুলগুলিতে ২৫ শতাংশের কম পড়ুয়া উপস্থিত হচ্ছে। যারা স্কুলে আসছে, গরমের কারণে তারাও রীতিমতো নাজেহাল হচ্ছে সারাটা দিন। তাই ফের গরমের ছুটি বাড়ানোর দাবি উঠছিল নানা মহল থেকে।
ফের বাড়ানো হল গরমের ছুটি
পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর ফের গরমের ছুটি বাড়ানো নিয়ে কোনো আপডেট না দিলেও উত্তরপ্রদেশের রাজ্য শিক্ষা দফতর ফের ছুটি বৃদ্ধির ঘোষণা করে ফেললো। উত্তরপ্রদেশ রাজ্যের সব সরকারি স্কুলে আগামী ২৪ শে জুন অবধি ছুটি বাড়ানো হয়েছে। একইসঙ্গে সেই রাজ্যে শিশুদের স্কুল ছুটি থাকবে আগামী ২৮ শে জুন অবধি। এই সময়সীমা শেষ হলে গরমের পরিস্থিতি বিচার করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।