Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উচ্চমাধ্যমিক পাশ করে কি নিয়ে পড়লে সহজে চাকরি পাওয়া যায়? ভর্তি হওয়ার আগে জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

গত ৮ ই মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সংসদ আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। একইসঙ্গে কেন্দ্রীয় বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফলও প্রকাশিত হয়েছে। রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক বা কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা,…

গত ৮ ই মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সংসদ আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। একইসঙ্গে কেন্দ্রীয় বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফলও প্রকাশিত হয়েছে। রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক বা কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা, এই স্তরের সমস্ত পরীক্ষার ফলাফল পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইসব ফলাফলের ভিত্তিতেই এবার কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন, কেউ মেডিকেল কলেজে, কেউ আবার অন্যান্য কারিগরি শিক্ষার কোর্সে ভর্তি হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বেশিরভাগ পড়ুয়া সাধারণ কোনো বিষয়ে বা পাশ কোর্সে স্নাতক ডিগ্রি লাভ করার জন্য কলেজে ভর্তি হবেন। তাই কলেজে ভর্তি শুরু হয়েছে কিনা, তার খোঁজ শুরু করেছেন অনেকেই। কিন্তু এখানেই অনেকের মনে প্রশ্ন আসে যে সাধারণ স্নাতক কোর্স করলে কি আদৌ কোনো লাভ হবে? আবার অনেকে B.A, B.Sc বা B.Com ডিগ্রির উপযোগীতা নিয়েও নানা অনুসন্ধান করেন। আসুন, এই নিবন্ধে জেনারেল কোর্সে স্নাতক ডিগ্রি পাশের সম্পর্কে জেনে নিই।

উচ্চমাধ্যমিক পাশ করে কি নিয়ে পড়লে সহজে চাকরি পাওয়া যায়? ভর্তি হওয়ার আগে জেনে নিন

B.A, B.Sc ও B.Com ডিগ্রি কোর্সের গুরুত্ব

● B.A: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Arts। অর্থাৎ, কলা বিভাগে স্নাতক ডিগ্রী। এক্ষেত্রে যেমন কেউ কেউ বাংলা বা ইংরেজি সাহিত্য কিংবা ভূগোল বা দর্শন বা ইতিহাস বিষয়ে ডিগ্রি পাশ করা যায়। এছাড়াও পাস কোর্সে B.A ডিগ্রি করা যায়।

● B.Sc: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Science। অর্থাৎ, বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। এক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও বায়োলজি বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি পাশ করা যায়। এছাড়াও পাস কোর্সে B.Sc ডিগ্রি করা যায়।

● B.Com: এই ডিগ্রির পুরো নাম হল Bachelor of Commerce। অর্থাৎ, যারা কমার্সের কোনো বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি পাশ করবে বা জেনারেল কোর্স স্করে স্নাতক হবে, তারা এই ডিগ্রি পাবে।

B.A, B.Sc ও B.Com ডিগ্রি কোর্স কাদের জন্য উপযোগী?

● যারা কলেজ সার্ভিস কমিশনের টার্গেট নেবে
● যারা WBCS বা UPSC-র জন্য প্রস্তুতি নেবে
● যারা CGL পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে
● যারা ব্যাঙ্কের পরীক্ষার প্রস্তুতি নেবে
● যাদের কোনো বিষয়ে উচ্চশিক্ষার ইচ্ছে রয়েছে

উচ্চমাধ্যমিক পাশ করে কি নিয়ে পড়লে সহজে চাকরি পাওয়া যায়? ভর্তি হওয়ার আগে জেনে নিন

সহজে চাকরি পাওয়ার জন্য এইসব কোর্স করতে পারেন

● ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (B.Tech)
● ইঞ্জিনিয়ারিংযে ডিপ্লোমা বা পলিটেকনিক
● কম্পিউটার এপ্লিকেশনে স্নাতক ডিগ্রি (BCA)
● ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি (BBA)
● যেকোনো ধরণের কারিগরি শিক্ষার কোর্স
● সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি কোর্স

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...