Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIP number : গাড়ির জন্য ভিআইপি নম্বর প্লেট খুঁজছেন, এই উপায়ে আবেদন করলে সহজেই পাবেন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

VIP number : যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আর সেই জীবনধারার অন্যতম অঙ্গ হল পরিবহন। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের…

VIP number : যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আর সেই জীবনধারার অন্যতম অঙ্গ হল পরিবহন। সেই কারণেই ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। তাই সামর্থ অনুযায়ী সকলে পছন্দের গাড়ি কেনার দিকে ঝোঁকেন। জ্বালানি তেলের বাড়তে থাকা দামের দিকে লক্ষ্য করে অনেককেই এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। আবার অনেকেই পেট্রোল গাড়িতেই ভরসা রাখছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে গাড়ি কিনলেই কয়েকটি বিষয়কে নিয়ে চিন্তা করতে হয়। তার মধ্যে যেমন রয়েছে গাড়ির সঠিক কাগজপত্র তৈরি করা, তেমনই রয়েছে গাড়ির নম্বর ঠিক করা। সাধারণভাবে যেমন নম্বর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়, তাতেই নম্বর প্লেট বানিয়ে নেন অনেকে। তবে কেউ কেউ আবার সংখ্যাতত্বে বিশ্বাস করেন। আর সেই অনুযায়ী বিশেষ নম্বর খোঁজেন গাড়ির জন্য। আবার কেউ কেউ আভিজাত্যের জন্য স্পেশ্যাল নম্বর খুঁজে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে এইসব স্পেশ্যাল নম্বর পাওয়া যায়? আসুন সেই পদ্ধতি এবার জেনে নেওয়া যাক।

VIP number : গাড়ির জন্য ভিআইপি নম্বর প্লেট খুঁজছেন, এই উপায়ে আবেদন করলে সহজেই পাবেন

ভিআইপি নম্বর প্লেট পাওয়ার জন্য অতিরিক্ত খরচ

ব্যক্তিগত গাড়ির জন্য স্পেশ্যাল বা ভিআইপি নম্বর পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়। আর সেটিকে কুশন মানি হিসেবে প্রথমেই কিচিত দিতে হয়। পরে আবার বাকিটা দিতে হয়। তবে সময়মতো এই টাকা আরটিও অফিসে এই টাকা না জমা করা হলে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। তবে কত টাকা দিতে হবে, তা নম্বরের উপর নির্ভর করে। এবার আপনার পছন্দসই নম্বর উপলব্ধ আছে কিনা, তাও আগে থেকে জেনে নিতে হয়। আর এই কাজটি সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন।

VIP number : গাড়ির জন্য ভিআইপি নম্বর প্লেট খুঁজছেন, এই উপায়ে আবেদন করলে সহজেই পাবেন

কিভাবে ভিআইপি নম্বর প্লেটের জন্য আবেদন করবেন?

যেকোনো গাড়ির জন্য ভিআইপি নম্বর পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য সবার আগে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক ইউজার হিসেবে অনলাইনে রেজিস্টার করতে হবে। তারপর লগইন করলেই পছন্দের নম্বর বেছে নেওয়া যাবে। নম্বর সিলেক্ট করলেই তার জন্য রেজিস্ট্রেশন ফি কত দিতে হবে তা দেখতে পারবেন। এবার রেজিস্ট্রেশন ফি জমা করে পছন্দের নম্বরটি রিজার্ভ করতে হবে। এবার পছন্দের নম্বর পাওয়ার জন্য নিলামে অংশগ্রহণ করে হাঁকাতে হবে। নিলামের পর বাকি পেমেন্ট করতে হবে। এবার অ্যালটমেন্ট পত্র প্রিন্ট করিয়ে রেখে দিতে হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...