এবছর গ্রীষ্মের শুরু থেকেই তীব্র গরমে কার্যত জ্বলছে বাংলা। তবে গ্রীষ্মের মাঝে দিনকয়েক কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়ে স্বস্তি ফিরেছিল রাজ্যে। তারপর আবার ঘূর্ণিঝড় রেমালের জেরে কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছিল। ফলস্বরূপ তাপপ্রবাহের দাপট থেকে সাময়িক মুক্তি পেয়েছিল রাজ্যবাসী। এর মাঝেই বর্ষার আগমন নিয়ে সুখবর দিয়েছিল হাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনো অব্যহত তাপপ্রবাহের দাপট। প্রায় প্রতিদিন বিকেলের দিকে ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায়। তবে তা সত্ত্বেও তাপমাত্রা এবং অর্দ্রতাজনিত অস্বস্তি, কোনোটাই বাগে আসছে না। এদিকে বর্ষাও আটকে উত্তরের জেলাগুলিতে। কবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি নামবে? এই নিয়ে কি বলছে আলিপুর অধি দফতর? একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
বিকেলে স্বস্তির ভিজবে শহর কলকাতা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরের বুকে। বজ্রবিদ্যুতের দেখাও মিলবে বলে জানা গেছে। যদিও আজ সকাল থেকে ভ্যাপসা পরিস্থিতি রয়েছে শহরে। রয়েছে অর্দ্রতাজনিত অস্বস্তি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৭ জুনের পর বৃষ্টির দাপট বাড়বে শহর কলকাতায়।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টির দাপট
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জড়লায় জারি থাকবে তাপপ্রবাহের দাপট। ছুটির দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে আজ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া ইফিস জানিয়েছে যে আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টি হবে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।