Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করছে রেল, খড়গপুর ওয়ার্কশপে চাকরি পাবেন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রেল। ট্রেনিং এর মাধ্যমে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য শূন্যপদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রশিক্ষণ দেওয়া হবে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ওয়ার্কশপে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করছে রেল, খড়গপুর ওয়ার্কশপে চাকরি পাবেন

শূন্যপদ ও বেতন কাঠামো

বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১,১০৪ টি। প্রশিক্ষণরত প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী মাসিক ভাতা দেওয়া হবে। তবর এক্ষেত্রে যেহেতু বিভিন্ন বিভাগ ও স্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, তাই প্রতিটির জন্য আলাদা আলাদা বেতন কাঠামো হবে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

উল্লিখিত পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীর আইটিআই প্রশিক্ষণ সার্টিফিকেট থাকার দরকার পড়বে। তবে এই বিয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ করা হচ্ছে। এই পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০২৪ সালের হিসেবে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর অবধি বয়সের ছাড় দেওয়া হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করছে রেল, খড়গপুর ওয়ার্কশপে চাকরি পাবেন

আবেদন করার পদ্ধতি

অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে www.iroams.com-এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্দিষ্ট পদ্ধতিতে ও নির্ভুলভাবে ফরম পূরণ করতে হবে। শেষমেষ সব নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন। এই পদের জন্য আবেদন করা যাবে ১১ ই জুলাই, ২০২৪ অবধি।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...