TVS Jupiter : এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্কুটারের বাজারে এখন গোটা দেশে ভালো পারফর্ম করেছে TVS-র কিছু পেট্রোল স্কুটার। একাধিক স্কুটার লঞ্চ করে দেশের অটোমোবাইল বাজারে বেশ নামডাক হয়েছে এই নির্মাতা সংস্থার। তবে সব মডেলের মধ্যে এই কোম্পানির TVS Jupiter মডেলটি ছিল সর্বাধিক জনপ্রিয়। বহুদিন ধরে অনেক ভার্সন লঞ্চ হচ্ছে এই স্কুটারের। আর এখন এই স্কুটারের একটি দুর্দান্ত ভার্সন বাজারে এসে গেল। একনজরে দেখে নিন এই স্কুটারের ফিচার্স, দাম ও অফারের বিস্তারিত।
TVS Jupiter 125 স্কুটারের ইঞ্জিন
সম্প্রতি TVS Jupiter-এর যে ১২৫ সিসির মডেল লঞ্চ করেছে কোম্পানি, তাতে ইঞ্জিন আরো উন্নতমানের দেওয়া হয়েছে। এই স্কুটারে মিলবে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ২টি ভাল্ব, ৪-স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন। এই অত্যাধুনিক ইঞ্জিন ৬৫০০ আরপিএমে সর্বোচ্চ ৮.০৪ বিএইচপি শক্তি এবং ৪৫০০ আরপিএমে ১০.৫ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এর ইঞ্জিনটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন প্রযুক্তিতে চলে। ফলে এই স্কুটারের রাইডিং অভিজ্ঞতাও যে বেশ হবে, তা বলাই যায়।
TVS Jupiter 125 স্কুটারের অন্যান্য ফিচার্স
তবে শুধুমাত্র ইঞ্জিন নয়, অন্যান্য ফিচার্সের দিক থেকেও ক্রেতাদের মুগ্ধ করবে ১২৫ সিসির এই নতুন TVS Jupiter। কারণ এই স্কুটারে গ্রাহকরা পাবেন ৩৩ লিটার আন্ডারসিট স্টোরেজ স্পেস, সামনের অ্যাপ্রনে একটি ২-লিটার গ্লোভ বক্স এবং একটি ফিউল ক্যাপ সহ একটি ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও এই স্কুটারে রয়েছে সাইলেন্ট স্টার্টার এবং একটি আইডল-স্টপ-স্টার্ট সিস্টেম। সব মিলিয়ে কম্প্যাক্ট লুক ও ফিচার্স সহ বাজারে আসছে এই স্কুটার।
TVS Jupiter 125 স্কুটারের দাম
তবে এত কিছু ফিচার্স মিললেও এই স্কুটারের দাম কিন্তু ১ লাখ টাকার কমেই রয়েছে। দিল্লির বাজারে ১২৫ সিসির এই নতুন TVS Jupiter স্কুটারের ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম পড়ছে ৮৬,৪০৫ টাকা এবং জুপিটার স্মার্টনেক্সট ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম পড়ছে ৯৬,৮৮৪ টাকা।