আগামী ৭ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ঘন্টায় ঘন্টায়। যে কারণে ভ্যাপসা অস্বস্তিকর গরম লাগছে মঙ্গলবার সকাল থেকেই। তবে এই জলীয় বাষ্পের হাত ধরেই র্বার মৌসুমী বায়ু প্রবেশ ও তার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আর তারই মাঝে বর্ষার ঠিক আগের সময়ের ঝড়বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকলকাতা ও কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনকি রাজ্যের সবথেকে গরম জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতদিন বর্ষা আটকে থাকবে উত্তরের জেলাগুলিতে? কবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি নামবে? এই নিয়ে কি বলছে আলিপুর অধি দফতর? একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
দুপুরেই স্বস্তির ভিজবে শহর কলকাতা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে শহরে। তবে সেই সঙ্গে রয়েছে অর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এই তাপমাত্রা কমবে বৃষ্টির সঙ্গে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়বে শহর কলকাতায়।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া ইফিস জানিয়েছে যে আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টি হবে। তাই আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। যদিও দিনভর অর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।