Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীঘাপ্রেমীদের জন্য বড় খবর, বর্ষায় ক্যানসেল করতে হবে উইকেন্ড প্ল্যান, জেনে নিন কারণ

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাঙালির কাছেপিঠের অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন হল দীঘা। বাংলার সৈকত নগরী পরিচয় পায় পূর্ব মেদিনীপুর জেলার এই ছোট্ট শহর। মাছের ব্যবসার পাশাপাশি এখন অন্যান্য জিনিসের ব্যবসাও বেড়েছে দীঘায়। সেই কারণেই দিন…

বাঙালির কাছেপিঠের অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন হল দীঘা। বাংলার সৈকত নগরী পরিচয় পায় পূর্ব মেদিনীপুর জেলার এই ছোট্ট শহর। মাছের ব্যবসার পাশাপাশি এখন অন্যান্য জিনিসের ব্যবসাও বেড়েছে দীঘায়। সেই কারণেই দিন দিন দীঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে। এর ফলে ঢেলে সাজানো হচ্ছে সৈকত নগরী দীঘাকে। সমুদ্র সৈকতের সৌন্দর্যায়নই শুধু নয়, তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামও। পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গেছে, দীঘার এই জগন্নাথ ধাম একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উঁচু হবে। ভোগঘর, বসার ঘর, রথ রাখার জায়গা- সব ব্যবস্থাই থাকছে দীঘার এই জগন্নাথ ধামে। দীঘার এই মন্দিরের জন্য বাইরের থেকে পাথর আনা হচ্ছে। তবে এবার বাঙালির এই সমুদ্র দর্শনের অভিজ্ঞতাকে আরো বেশি চমকপ্রদ করে তুলতে বিশেষভাবে আগ্রহী হয়েছে সরকার। তাই এবার নেওয়া হয়েছে এক বড় পদক্ষেপ।

দীঘাপ্রেমীদের জন্য বড় খবর, বর্ষায় ক্যানসেল করতে হবে উইকেন্ড প্ল্যান, জেনে নিন কারণ

বর্ষায় দীঘা প্ল্যান করার আগে যেটি জেনে নিতে হবে

এবছর বর্ষার শুরুতে দীঘার সমুদ্র সৈকতে দারুন ভিড় জমবে বলে মনে করা হচ্ছে। তাই এবছর দীঘার সমুদ্র সৈকতকে আরো বেশি করে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেখানে তৈরি হচ্ছে মেরিন ড্রাইভের মতো সুবিধা। এইসবের আকর্ষণে পর্যটকরা বেশি করে দীঘায় ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। তবে এবার দীঘাকে ঢেলে সাজাতে যে পদক্ষেপ নেওয়া হয়ছে, তাতে সুবিধা পাবেন দীঘা যাওয়ার প্ল্যান করা হাজারো পর্যটক। কারণ এই বিষয়টি নিয়ে অনেকেরই দীঘা সৈকতে অনেক খারাপ অভিজ্ঞতা হয়।

দীঘাপ্রেমীদের জন্য বড় খবর, বর্ষায় ক্যানসেল করতে হবে উইকেন্ড প্ল্যান, জেনে নিন কারণ

দীঘার সমুদ্র সৈকতে বাড়ছে নজরদারি

আসন্ন বর্ষায় দীঘার সৈকতে বা সমুদ্রে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে নুলিয়াদের মোতায়েন করা হচ্ছে। এতে করে সমুদ্রে ডুবে যাওয়ার মতো ঘটনা এড়ানো যাবে। এছাড়াও তৈরি রাখা হবে সিভিল ডিফেন্স কর্মীদের। পর্যটকদের কোনোরূপ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে তারা নজরদারি চালাবে সৈকতে। বর্ষায় যেহেতু মাঝেমধ্যেই উত্তাল হয় সমুদ্র, তাই আগেভাগে এই পদক্ষেপ নিলো দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ। তাই এবার বরাহার যেসব পর্যটকরা দীঘা ঘুরতে যাবেন, তারা যে বেশি সুরক্ষিতভাবে উইকেন্ড কাটাবেন ও আনন্দ-ফুর্তি করবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...