Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতা পুরসভায় স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ চলছে, ইন্টারভিউয়ে পাশ করলেই ৩০,০০০ টাকা বেতনের চাকরি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমানে বাংলার শিক্ষিত যুবক ও যুবতীদের একটাই অভিযোগ, আজকাল চাকরির বাজারে তীব্র মন্দা। আর এটা শুধু অভিযোগ নয়, এটা বাস্তব। কারন বর্তমানে চাকরির আকাল পরিস্থিতি চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা…

বর্তমানে বাংলার শিক্ষিত যুবক ও যুবতীদের একটাই অভিযোগ, আজকাল চাকরির বাজারে তীব্র মন্দা। আর এটা শুধু অভিযোগ নয়, এটা বাস্তব। কারন বর্তমানে চাকরির আকাল পরিস্থিতি চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত বিভিন্ন পুরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

কলকাতা পুরসভায় স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ চলছে, ইন্টারভিউয়ে পাশ করলেই ৩০,০০০ টাকা বেতনের চাকরি

শূন্যপদ ও বেতন কাঠামো

পশ্চিমবঙ্গের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পেশ্যালিস্ট পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে বিভিন্ন জেলা থেকে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই পদে নিয়োগের পর প্রতি দিন ৩,০০০ টাকা বেতন দেওয়া হবে। তবে সপ্তাহে সব দিন কাজ করতে হবেনা কর্মীকে। সপ্তাহে ৩ ফিন ডিউটি করতে হবে। আর ডিউটির আমি মাত্র ৩ ঘন্টা। সেই হিসেবে প্রতি মাসে ৩০,০০০ টাকার বেশি বেতন হবে এই পদের কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তিতে প্রকাশিত স্পেশ্যালিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষা করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে।

কলকাতা পুরসভায় স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ চলছে, ইন্টারভিউয়ে পাশ করলেই ৩০,০০০ টাকা বেতনের চাকরি

আবেদন ও নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে আবেদন পদ্ধতি বিশদে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। সেখানে গিয়ে আবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে জানানো হয়েছে যে আগামী ২১ তারিখ ইন্টারভিউ হবে Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013-এই ঠিকানায় নেওয়া হবে ইন্টারভিউ।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...