বর্তমান সময়ে সভ্যতার পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে আমাদের জীবনধারাও। সেই সঙ্গে বেড়েছে সাংসারিক খরচও। বলা বাহুল্য, এখন একটি ‘মাইক্রো-ফ্যামিলি’তেও একজনের উপার্জনে সংসার চলে না। তাই পরিবারের একজন চাকরি করলেও তিনি আবার অন্য উপার্জনের পথ খুঁজতে থাকেন। আর এই কারণেই বাড়ির মধ্যে বসেই ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবছেন অনেকেই। অনেকে যদিও এই ধরণের ব্যবসা শুরুও করে দিয়েছেন ইতিমধ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু ব্যবসা শুরুর কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ একটি ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলি বিষয় আগে থেকে ভেবে রাখতে হয়। ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমসিম খেয়ে যান অনেকেই। তবে এই প্রতিবেদনে এমন চারটি লাভজনক ব্যবসার সন্ধান রইল, যা মহিলারাও অনায়াসে করতে পারবেন। আর একবার এগুলি শুরু করলে পস্তাতে হবেনা আপনাকে। একনজরে দেখে নিন এইসব ব্যবসার সম্পর্কে।
হস্তশিল্পের ব্যবসা
মেয়েরা অনেকেই হাতের কাজে বেশ পটু হয়। সেলাই থেকে বিভিন্ন কাগজের কাজ, জরির কাজ এবং রং তুলি দিয়ে বিভিন্নরকম কিছু আঁকার কাজ করতে পারেন অনেকেই। এটাকেই ব্যবসার রূপ দেওয়া যেতে পারে। আবার এরকম অনেকেই থাকলে সমবায় হিসেবে হস্তশিল্পের ব্যবসা করা যেতে পারে। সঠিকভাবে প্রোডাক্ট বিক্রি করতে পারলে এই ব্যবসায় ভালো রোজগারের সুযোগ থাকছে।
গয়নার ব্যবসা
আজকাল মেয়েদের মধ্যেই নিজের পছন্দমতো গয়না কিংবা শাড়ি বা লুকের সঙ্গে মানানসই গয়না পড়ার ট্রেন্ড বাড়ছে। সেই কারণে যারা এরকম ধরণের হাতের কাজ জানেন, তারা এই গয়নার ব্যবসা শুরু করতে পারেন। এর সঙ্গে পাইকারি দামে কিনে অক্সিডাইজ গয়নার রিসেল করতে পারেন। এভাবে বাড়িতে বসে দারুন রোজগার করা যাবে।
বিউটি পার্লার
বর্তমান সময়ে বিয়েবাড়ি হোক বা যেকোনো অনুষ্ঠানে সাজগোজ করার জন্য মহিলারা বিউটি পার্লারে গিয়ে থাকেন। আর এখানেই রয়েছে ব্যবসার একটি বাম্পার সুযোগ। বিউটিশিয়ান কোর্স করে, কিছু সরঞ্জাম কিনে আপনিও বাড়িতে এইসব মেকআপের কাজ শুরু করতে পারেন। বিশেষ করে মহিলাদের জন্য এই কাজ রোজগারের একটি ভালো বিকল্প হতে পারে।
জামাকাপড়ের ব্যবসা
এখনকার দিনে অনেকেই বাড়ি থেকে জামাকাপড়ের ব্যবসা শুরু করছেন। এক্ষেত্রে এই ব্যবসা যেমন রেডিমেড জামাকাপড়ের রিসেল করা যায়, তেমনই আবার সেলাইয়ের কাজ শিখে জামাকাপড় বানিয়ে এই ব্যবসা করা যায়। উভয়ক্ষেত্রেই ভালো মুনাফা অর্জনের সুযোগ থাকছে।