Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিয়ালদহ স্টেশনের গিজ-গিজ ভিড় হওয়ার দিন শেষ, যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিলো পূর্ব রেল

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

রেলকে অন্য আঙ্গিকে দেশবাসীর কাছে তুলে ধরতে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হয়েছে, তেমনই আবার ট্রেনের ট্র্যাকগুলিকে নবরূপে গঠন করা হচ্ছে কোনরূপ দুর্ঘটনা এড়াতে। এর পাশাপাশি,…

রেলকে অন্য আঙ্গিকে দেশবাসীর কাছে তুলে ধরতে যেমন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড ট্রেন চালু করা হয়েছে, তেমনই আবার ট্রেনের ট্র্যাকগুলিকে নবরূপে গঠন করা হচ্ছে কোনরূপ দুর্ঘটনা এড়াতে। এর পাশাপাশি, দেশের স্টেশনগুলিকে সাজিয়ে তুলতে অমৃত ভারত স্কিম চালু হচ্ছে গোটা দেশে। ভারতীয় রেলের এই প্রকল্পের মাধ্যমে দেশের সব স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে অন্যরূপে। অত্যাধুনিক পরিষেবা দেওয়ার পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নানা ব্যবস্থা চালু হচ্ছে স্টেশনে স্টেশনে। আর এবার আমাদের রাজ্যের ৬২ টি স্টেশনকেও সাজানো হবে নবরূপে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেল সূত্রে জানা গেছে, বাংলার ৬২ টি স্টেশনকে অমৃত ভারত স্কিমের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে যেসব স্টেশন রয়েছে শহুরে এলাকায় সেখানে স্টেশনের মধ্যেই রেস্তোরাঁ, ক্যাফে এবং লাউঞ্জের মতো সুবিধা দেওয়া হবে। এই মর্মে, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পূর্ব রেল। এছাড়াও রাজ্যের যেসব স্টেশনে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বাজার বসানো হচ্ছে, সেগুলিকে উচ্ছেদ করতেও উদ্যোগী হয়েছে রেল। রেলের দাবি, এর ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের যাতায়াতে বিভিন্নরকম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। তবে এবার এসব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

শিয়ালদহ স্টেশনের গিজ-গিজ ভিড় হওয়ার দিন শেষ, যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিলো পূর্ব রেল

শিয়ালদহ স্টেশনে বড় প্ল্যাটফর্মের সুবিধা

শিয়ালদহের সমস্ত শাখায় ১২ বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করার দরকার ছিল, সেই কাজ শেষ হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও মেন ও বনগাঁ শাখায় সব ট্রেন ১২ বগির ছিল না। বরং বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার। আগামী জুলাই থেকেই ১২ বগির ট্রেন চলবে সব শাখায়। সেই কারণে শিয়ালদহ স্টেশনের ১, ২ ও ৩ নং প্ল্যাটফর্মকে দৈর্ঘ্যে বাড়ানো হয়েছে কয়েকদিন আগেই। এর ফলে যাত্রীরা ভিড় থেকে রেহাই পাবেন।

শিয়ালদহ স্টেশনের গিজ-গিজ ভিড় হওয়ার দিন শেষ, যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিলো পূর্ব রেল

শিয়ালদহ স্টেশনে নতুন গেট খোলা হচ্ছে

শিয়ালদহ স্টেশনে ১, ২ ও ৩ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেহেতু বাড়ানো হয়েছে, তাই এবার থেকে যাত্রীদের সংখ্যা বাড়বে এই ৩ টি প্ল্যাটফর্মে। তাই এবার ১, ২ ও ৩ নং প্ল্যাটফর্মের সামনে তিনটি নতুন গেট তৈরি করবে পূর্ব রেল। এর পাশাপাশি প্রফুল্ল গেট খোলা থাকবে। এর ফলে যাত্রীদের ভিড় সামাল দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে পূর্ব রেল সূত্রে। উল্লেখ্য, এই প্রফুল্ল গেট দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর এই গেটও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...