ক্যামেরার জীবন থেকে বাস্তবিক জীবনে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে আসা বিনোদন জগতে নতুন কিছু নয়। এর আগেও বলি, টলি থেকে ছোট পর্দার জগতে অনেকবার অনেকক্ষেত্রেই ঘটেছে এই ঘটনা। বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রী সংসার করছেন। আর এখন নতুনভাবে সম্পর্কে জড়ানোর পাশাপাশি বিয়ের জন্য চর্চায় রয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার। কারণ প্রেম করে এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আর এই বিয়ে এখন চারদিকে চর্চা। তার পিছনে অবশ্য একটি বিশেষ কারণ রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবলিউডের নামজাদা অভিনেতা ও সফল রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় শত্রুঘ্ন সিনহা। এবার তিনি নবনির্বাচিত এক সাংসদ। তবে এসবের পাশাপাশি এখন তার একমাত্র মেয়ের বিয়ের কারণে চর্চায় রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। হাতে রয়েছে মাত্র ২ দিন। তারপরেই সাতপাকে বাঁধা পড়বেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তার দুজন প্রেম করে বিয়ে করছেন। তবে একজন হিন্দু, অপরজন মুসলিম ধর্মাবলম্বী। সেই কারণে সোনাক্ষী ও ইকবালের বিয়ে নিয়ে চর্চা চারদিকে।
সোনাক্ষীর বিয়েতে কি মত দেয়নি তার পরিবার?
ভিন্নধর্মী বিবাহ এখনো আমাদের দেশের সংস্কৃতিতে সেভাবে চালু হয়নি। তবে বিনোদন জগতে এসব হতেই থাকে। কিন্তু তার পরেও ভক্তদের মধ্যে সোনাক্ষী ও ইকবালের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়। কয়েকদিন আগে শোনা যাচ্ছিল যে সিনহা পরিবার নাকি এই বিয়েতে মত দেয়নি। তবে সেটা যে সবটাই গুজব, তা বুঝিয়ে দিয়েছেন শত্রুঘ্ন ও তার পরিবার। তাই এই জুটির বিয়ের দুদিন আগে জামাইকে নিয়ে রীতিমতো খুশির মেজাজে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকে।
মেয়ের বিয়েতে থাকবেন শত্রুঘ্ন সিনহা?
মেয়ের বিয়েতে থেকে সবটা মেয়ের বাবার মতোই দেখভাল করবেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। পারিবারিক দ্বন্দ্বের বিতর্ক উড়িয়ে সম্প্রতি এই মন্তব্য করেছেন অভিনেতা। তিনি বলেছেন, “আমি অবশ্যই বিয়েতে উপস্থিত থাকব। কেন থাকব না? তার সুখ আমার সুখ এবং আমার খুশিতেই ওর আনন্দ। নিজের জীবনসঙ্গী এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে সোনাক্ষীর। আমি দিল্লিতে আমার রাজনৈতিক কাজের সাথে অত্যন্ত জড়িত। আমি যে এখনও মুম্বইয়ে রয়েছি, এটাই প্রমাণ করে যে আমি এখানে কেবল তাঁর শক্তির স্তম্ভ হিসাবে নয়, তাঁর আসল কবচ হিসাবেও এসেছি।”