Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একটি পোর্টাল থেকেই ২৫ টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, জেনে নিন নতুন এই পোর্টালের খুঁটিনাটি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাংলার বুকে রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এইসব ফলাফলের ভিত্তিতেই এবার কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন, কেউ মেডিকেল কলেজে, কেউ আবার অন্যান্য…

বাংলার বুকে রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এইসব ফলাফলের ভিত্তিতেই এবার কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন, কেউ মেডিকেল কলেজে, কেউ আবার অন্যান্য কারিগরি শিক্ষার কোর্সে ভর্তি হবেন। তবে বেশিরভাগ পড়ুয়া সাধারণ কোনো বিষয়ে বা পাশ কোর্সে স্নাতক ডিগ্রি লাভ করার জন্য কলেজে ভর্তি হবেন। তাই কলেজে ভর্তি শুরু হয়েছে কিনা, তার খোঁজ শুরু করেছেন অনেকেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই সময়ে পড়ুয়াদের জন্য রয়েছে একটি বড় আপডেট। এবার আর কলেজে ভর্তির জন্য লাইন দিয়ে ফরম তুলতে হবেনা পড়ুয়াদের। এছাড়াও আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদনও করতে হবেনা। কারণ এবার একটি কেন্দ্রীয় পোর্টাল চালু হলে রাজ্যে। একটি পোর্টাল থেকেই এবার একাধিক কলেজে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সম্প্রতি, এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখন এই কেন্দ্রীয় পোর্টালে আবেদনের সুবিধা ও আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

একটি পোর্টাল থেকেই ২৫ টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, জেনে নিন নতুন এই পোর্টালের খুঁটিনাটি

কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালের সুবিধা

● একইসঙ্গে ২৫ টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
● মোট ১৬ টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬১ টি কলেজ রয়েছে এই পোর্টালের আওতায়।
● বিভিন্ন কলেজে আলাদা আলাদা বিষয় বাছতে পারবেন।
● আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে আবেদনের দরকার নেই।
● একই পোর্টালে সব কলেজের মেধাতালিকা দেখা যাবে।
● এক ক্লিকে কলেজে ভর্তির সুবিধা পাওয়া যাবে।
● একাধিক কলেজে রেজিস্ট্রেশন মূল্য দিতে হবেনা।

কেন্দ্রীয় পোর্টালে আবেদনের পদ্ধতি

● প্রথমে https://wbcap.in/-এই ওয়েবসাইটে যেতে হবে
● প্রক্রিয়ার শুরুতে আবেদনকারী পড়ুয়াকে রেজিস্ট্রেশনের করতে হবে।
● রেজিস্ট্রেশন হলে পড়ুয়াকে নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে।
● প্রোফাইলে নিজের সমস্ত তথ্য ও নথি সঠিকভাবে আপলোড করতে হবে।
● মেধাতালিকায় ভিত্তিতে ভর্তি হতে হবে।

একটি পোর্টাল থেকেই ২৫ টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, জেনে নিন নতুন এই পোর্টালের খুঁটিনাটি

গুরুত্বপূর্ণ তারিখ

● রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২৪ শে জুন, ২০২৪ থেকে।
● আবেদন করা যাবে ৭ ই জুলাই, ২০২৪ অবধি।

গুরুত্বপূর্ণ নথি

● উচ্চমাধ্যমিকের মার্কশিট
● উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড
● উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড
● মাধ্যমিকের মার্কশিট
● মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
● পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্য
● আধার কার্ড
● আবেদনকারী পড়ুয়ার সাম্প্রতিক ছবি

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...