Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একটানা ১৮ ঘন্টা বন্ধ থাকবে জলের সাপ্লাই, ভোগান্তি বাড়বে পৌরসভা এলাকায়, জেনে নিন সময়সীমা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে পৃথিবীর বুকে। সেই সঙ্গে মামজসের জীবনযাপনের পরিবর্তন হয়েছে। একইভাবে আবার কৃষি ও শিল্পের উন্নতিও হয়েছে। তবে এসবের সঙ্গে আবার পাল্লা দিয়ে তৈরি হয়েছে জলের হাজার…

সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে পৃথিবীর বুকে। সেই সঙ্গে মামজসের জীবনযাপনের পরিবর্তন হয়েছে। একইভাবে আবার কৃষি ও শিল্পের উন্নতিও হয়েছে। তবে এসবের সঙ্গে আবার পাল্লা দিয়ে তৈরি হয়েছে জলের হাজার রকম প্রয়োজনীয়তা। চাহিদাও বেড়েছে জলের। এবার গ্রামাঞ্চলে জলের চাহিদা পূরণের জন্য নলকূপ, কুয়ো বা পুকুর রয়েছে। কিন্তু শহরাঞ্চলে জলের চাহিদা মেটানোর জন্য পৌরসভা কর্তৃক জলের সরবরাহের উপর নির্ভরশীল হতে হয় প্রতিটি মানুষকে। তাই এই জল সরবরাহ একদিন যদি বন্ধ বা বিঘ্নিত হয়, তাহলেই সমস্যায় পড়তে হয়ে শহরের মানুষজনকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এবার জল সরবরাহ নিয়ে বড় আপডেট এসে গেল। জুনের শেষ সপ্তাহে এবার ভোগান্তি বাড়বে কলকাতা লাগোয়া শহরতলিতে। কারণ এবার জলের লাইনে কাজের জন্য বন্ধ রাখা হবে জল সরবরাহ। সেই কারণে সেই এলাকার মানুষদের জন্য যদিও জলের ট্যাঙ্কের ব্যবস্থা করবে পুরসভা, তবে আগে থেকে এই খবর দিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ এমন খবর পেলে কমবেশি সবাই জল সংরক্ষিত ককরে রাখেন বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় জল সরবরাহ বিভ্রাট হবে এবং কবে হবে? আসুন এই সবটা এবার জেনে নেওয়া যাক।

একটানা ১৮ ঘন্টা বন্ধ থাকবে জলের সাপ্লাই, ভোগান্তি বাড়বে পৌরসভা এলাকায়, জেনে নিন সময়সীমা

কোথায়, কবে জল সরবরাহ বন্ধ রাখা হবে?

এই খবরটি হাওড়া পুরসভার মানুষদের জন্য। জানা গেছে, একটানা ১৮ ঘন্টা জল পরিষেবা ব্যাহত হবে হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডে। যে কারণে গত পৌরসভা রলাকার মানুষকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে। সম্প্রতি, হাওড়া পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ২২ জুন, শনিবার দুপুর ১২টা থেকে ২৩ জুন, রবিবার সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ডে। যদিও এলাকার মানুষের কোনো সময় হলে জলের অতিরিক্ত ট্যাঙ্ক পাঠানো হবে বলে জানিয়েছে হাওড়া পুরসভা।

একটানা ১৮ ঘন্টা বন্ধ থাকবে জলের সাপ্লাই, ভোগান্তি বাড়বে পৌরসভা এলাকায়, জেনে নিন সময়সীমা

কি কারণে একটানা ১৮ ঘন্টা বন্ধ থাকছে জল পরিষেবা?

যে কারণে এই পানীয় জলের বিভ্রাটের আগাম খবর দেওয়া হয়েছে, সেটি হল জলের লাইনে কাজ। জানা গেছে, ইতিমধ্যে হাওড়া পৌরসভার অন্তর্গত পদ্মপুকুর এলাকায় জলের পাইপ লাইনে কিছু ফাটল ধরা পড়ছে। সেই ফাটল মেরামতির জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ রাখা হবে। তবে এর ফলে এলাকাবাসীর যাতে না ভোগান্তি হয়, তার জন্য বিশেষ নজর দেবে হাওড়া পুরসভা। প্রয়োজনে অতিরিক্ত জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...