মিটে গেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্ব। ভোটের ফলাফলের ভিত্তিতে কেন্দ্রে সরকার গড়েছে এনডিএ জোট। আর এই জোটের নেতা হিসেবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তবে কেন্দ্রে সরকার গড়লেও বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ভোটের মেশিনে ফের তৃণমূলের দাপট চোখে পড়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসন হারিয়েছে বিজেপি। তাই আগের লোকসভা নির্বাচনের তুলনায় ৬ টি আসন কম পেয়েছে পদ্ম শিবির। যেখানে ২০১৯ সালে ১৮ টি আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা, সেখানে ২০২৪-এ মাত্র ১২ টি আসন এসেছে তাদের ঝুলিতে। এদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯ টি আসন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ভোটপর্ব মিটে গেলেও রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই ছবিটা স্পষ্ট হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী ও তাদের ঘর পরিবার। তাই এবার এই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে পদে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা RSS। সম্প্রতি, রাজ্যের এই হিংসা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিজেপির তরফে একটি প্রতিনিধি কমিটি তৈরি হয়। এই কমিটিতে ছিলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজ লাল, কবিতা পাতিদার প্রমুখরা। আর এবার এর প্রতিবাদে পথে নামছে RSS।
রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে রাজপথে RSS
ভোট পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে শতাধিক বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এরই প্রতিবাদে এবার কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নিলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা RSS। মূলত প্রতিবাদ ও রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে RSS সূত্রে। এই মর্মে শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করতে চলেছে সংঘ।
কবে বিক্ষোভ মিছিলে নামছে RSS?
জানা গেছে, RSS-এর এই প্রতিবাদ মিছিলে অংশ নেবে সংঘ ঘনিষ্ঠ একাধিক হিন্দু সংগঠন। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ আরো একাধিক RSS ঘনিষ্ঠ সংগঠন। তবে সরাসরি সংঘের ব্যানারে এই মিছিল হবেনা বলেই জানা গেছে। এক্ষেত্রে সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি মিছিল করবে সংঘ। বঙ্গ বিবেক নামের ব্যানারে এই কর্মসূচি হবে বলে জানা গেছে। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার এই মিছিল হতে পারে। তবে রাজ্য প্রশাসন এখনো এই মিছিলের অনুমতি দেয়নি।