দুর্গাপূজা হোক বা শীতের ছুটি, কাজ থেকে ফুরসৎ মিললেই অনেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কখনও গন্তব্য হয়ে থাকে পাহাড়, কখনো সমুদ্র, কখনো ঐতিহাসিক স্থান, কখনো ধর্মীয় স্থান, আবার কখনো কোনো শান্ত জায়গা। এর মাঝে অনেকেই যান বিদেশ ট্যুরে, কেউ আবার ভিনরাজ্যে কোনো দর্শনীয় স্থান যেতে পছন্দ করেন। অনেকেই আবার কাছেপিঠের কোনো সুন্দর জায়গা খুঁজে নেন হলিডে ডেস্টিনেশন হিসেবে। সেখানেই দিনকয়েক কাটিয়ে আবার সাধারণ জীবনে ফিরতে হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউইকেন্ডের দু’দিনের ছোট্ট ট্যুর হোক বা বিশেষ কোনো মুহূর্তের উদযাপন, বাঙালির কাছেপিঠের গন্তব্য হয় একটাই। আর সেটা হল দীঘা। দীঘায় রয়েছে শান্ত সমুদ্রের নাতিশীতোষ্ণ নোনা বাতাসের সরগম। এই সমুদ্র সৈকতের ফাঁকা বালিয়াড়িতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত বেশ নয়নাভিরাম দৃশ্য। তেমনই সেই সমুদ্র সৈকতে রয়েছে মৎস্যলালসা নিবারণের উপায়। দীঘার বিস্তীর্ণ বালিয়াড়ি জুড়ে রয়েছে বহু সামুদ্রিক মাছ ও কাঁকড়ার খুচরো স্টল। যে স্টলে গেলেই খুব কম দামে উদরাভিরাম হয় বাঙালির। তবে শুধুমাত্র খাওয়াদাওয়া বা ঘোরাফেরা নয়, দীঘায় গিয়ে রাত কাটাতে হলে দরকার পড়ে হোটেল রুমের। আর এক্ষেত্রে আগের থেকে হোটেল রুম বুকিং করে রাখতে হয়। নাহলেই দীঘায় গিয়ে সমস্যায় পড়তে হয়।
সস্তায় দীঘায় থাকার সরকারি ব্যবস্থা
ডিসেম্বর বা জানুয়ারি কিংবা পুজোর সময় দীঘায় ভিড় বাড়ে। কারণ এই সময়ে অনেকেই দীঘায় যাওয়ার পরিকল্পনা করেন। সেই কারণে দীঘায় হোটেল রুম পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আবার রুম পাওয়া গেলেও রুমের দাম দেখে অনেকেরই পিলে চমকে ওঠে। কারণ, নন-এসি রুম নিতেই প্রতিদিন ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা খসে যায় পর্যটকদের। সেই কারণে অনেক মধ্যবিত্ত পর্যটককে সমস্যায় পড়তে হয়। তবে এবার থেকে এই সমস্যার সমাধান করবে সরকার। কারণ এবার থেকে দীঘায় মাত্র ২২৫ টাকায় রুম পাওয়া যাচ্ছে।
সরকারি হোস্টেলের নিয়মকানুন
বাংলার বেশ কিছু পর্যটন কেন্দ্র ইউথ হোস্টেল খুলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে দীঘাতে খোলা হয়েছে একটি ইউথ হোস্টেল। আর এখানে গেলেই মাত্র ২২৫ টাকা থেকে রুম নিতে পারবেন আপনি। তবে এখানে থাকতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। যেমন ৩ দিনের জন্যই এই রুম বুকিং করতে পারবেন। এই রুমে চেক-ইনের সময় সকাল ৯ টা এবং চেক-আউটের সময় সকাল ৮.৩০। একইসঙ্গে এই হোস্টেলের ভেতরে মদ্যপান, ধূমপান এবং ভিডিও করা চলবে না।
কিভাবে সরকারি হোস্টেল বুকিং করবেন?
অনলাইনে কিন্তু এই সরকারি হোস্টেল বুকিং করা যায়না। ফোন করে কিংবা অফিসে গিয়ে বুকিং করতে হবে। এক্ষেত্রে কলকাতার মৌলালিতে এর অফিস রয়েছে। মৌলালি অফিসের যোগাযোগ নাম্বার ০৩৩২২৪৮০৬২৬। এছাড়াও যুব আবাসের অফিসে গিয়ে বুকিং করতে পারবেন। এই অফিসের ঠিকানা – নিউ দিঘা, পূর্ব মেদিনীপুর, পিন–৭২১৪৬৩।