Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এইসব জিনিসের ক্ষেত্রে আর দিতে হবেনা GST, শনিবারই বড় সিদ্ধান্ত নিলো মোদি সরকার

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

GST হল গুড এবং সার্ভিস ট্যাক্স। এটি মূলত বিক্রয়ের উপর আরোপিত এক ধরনের কর, যা ম্যানুফ্যাকচারিং এবং পণ্য এবং পরিষেবার ব্যবহার করা হল। GST সমগ্র দেশবাসীর জন্য একটি পরোক্ষ কর।…

GST হল গুড এবং সার্ভিস ট্যাক্স। এটি মূলত বিক্রয়ের উপর আরোপিত এক ধরনের কর, যা ম্যানুফ্যাকচারিং এবং পণ্য এবং পরিষেবার ব্যবহার করা হল। GST সমগ্র দেশবাসীর জন্য একটি পরোক্ষ কর। এটি মূলত সমস্ত নাগরিকের করের একটি নতুন রূপ যা সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্যের কর এবং শুল্ক যেমন মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, কাউন্টারভেলিং শুল্ক, পরিষেবা কর, প্রবেশ কর এবং বিলাসিতা করকে প্রতিস্থাপন করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর নরেন্দ্র মোদির তৃতীয় প্রধানমন্ত্রীত্বকালে এবার জিএসটি কাউন্সিলের বৈঠক হয়ে গেল। শনিবার রাজধানী দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এদিন বেশ কয়েকটি জিনিসের জিএসটি কমানো হয়েছে। পাশাপাশি নতুন ককরে কর আরোপ হয়েছে কিছু সামগ্রীর উপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রসঙ্গে বলেছেন, “আজ, জিএসটি কাউন্সিলের বৈঠকে বাণিজ্য সহজীকরণ, অভিযোগের বোঝা কমানো ও করদাতাদের ছাড় দেওয়ার বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এখন দেখে নিন কোন কোন জিনিসের উপর জিএসটি’র পরিবর্তন হল।

এইসব জিনিসের ক্ষেত্রে আর দিতে হবেনা GST, শনিবারই বড় সিদ্ধান্ত নিলো মোদি সরকার

GST মুক্ত হল রেল পরিষেবা

ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবাগুলির ক্ষেত্রে এতদিন GST সিতে হত। তবে এবার থেকে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের সুবিধা, ওয়েটিং রুম, ক্লোকরুম সুবিধা এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলিকে GST থেকে মুক্ত করা হয়েছে।

হোস্টেল পরিষেবায় GST ছাড়

শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হোস্টেল নিলে সেক্ষেত্রে GST ছাড় মিলবে এবার। প্রতি মাসে ২০,০০০ টাকা GST ছাড় পাবেন প্রত্যেকে। তবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ৯০ দিন ওই হোস্টেলে থাকলে তবেই এই ছাড় পাবেন।

কার্টন বাক্সে কমলো GST

শনিবার জিএসটি কাউন্সিল সমস্ত ধরনের কার্টন বাক্সের উপর জিএসটির হার কমিয়েছে। কার্টন বাক্সে এবার জিএসটি ১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

সোলার কুকার কিনলে GST ছাড় পাবেন

দেশে সৌরশক্তির ব্যবহার বাড়াতে এবং দেশবাসীকে তার জন্য উৎসাহিত করতে দারুন পদক্ষেপ নিলো GST কাউন্সিল। এবার থেকে সৌর কুকারের জন্য ১২ শতাংশের একটি অভিন্ন GST হারের প্রস্তাব দেওয়া হয়েছে।

এইসব জিনিসের ক্ষেত্রে আর দিতে হবেনা GST, শনিবারই বড় সিদ্ধান্ত নিলো মোদি সরকার

যেসব ক্ষেত্রে GST-র হার বাড়ানো হয়েছে

জিএসটি কাউন্সিল স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম সহ সমস্ত দুধের ক্যানে ১২ শতাংশের অভিন্ন জিএসটি হারের সুপারিশ করেছে। এছাড়াও ফায়ার ও ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে ১২ শতাংশের GST হার ধরা হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...