ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে নাগরিকদের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে এই গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মধ্যবিত্তদের মধ্যেও। তাই এখন তুলনামূলক কম দামে ভালো ফিচার্স সমৃদ্ধ গাড়ি লঞ্চের দিকে তাকিয়ে থাকে কমবেশি সকলেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে Hyundai ব্র্যান্ড। হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান, এমনকি SUV বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। আর এবার তাদের সবথেকে জনপ্রিয় মডেলের ইলেকট্রিক ইঞ্জিন ভার্সন আসছে বাজারে। সম্প্রতি, এই খবর শোনা যাচ্ছে যে Hyundai Creta মডেলটি এবার ইলেকট্রিক গাড়ি হিসেবে বাজারে আসছে। চলুন এই গাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
Hyundai Creta EV-র স্পেসিফিকেশন
এখনো কোম্পানির তরফে এই গাড়ির ফিচার্স সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে এই গাড়িটি একটি দুর্দান্ত ব্যাটারি প্যাক সহ বাজারে আসতে চলেছে। অর্থাৎ, রেঞ্জের দিক থেকে অন্য সব প্রতিদ্বন্দ্বীদের জোর টেক্কা দেবে এই ইলেকট্রিক কার। মনে করা হচ্ছে ফুল চার্জে ৩৫০ কিলোমিটারের বেশি রেঞ্জ প্রদান করবে Hyundai Creta EV। যেই কারণে এই গাড়ির যেসব প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড এই মুহূর্তে বাজারে উপলব্ধ রয়েছে, টকদের থেকে এটি বেশি আকর্ষণীয় হতে চলেছে। এই মুহূর্তে এই গাড়ির নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে MG ZS EV, আসন্ন Tata Curvv, BYD ATTO 3 ও Mahindra XUV400।
কখন লঞ্চ হবে Hyundai Creta EV?
কয়েকদিন আগেই এই গাড়ির সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করেছে Hyundai। জানা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে লঞ্চ হবে এই ইলেকট্রিক ভেহিকেল। বর্তমানে তামিলনাড়ুর নির্মাণ ফ্যাক্টরিতে এই গাড়ির নির্মাণ চলছে। কিছুদিনের মধ্যেই গাড়ির সমস্ত ধরণের টেস্টিং সম্পূর্ন হয়ে যাবে। আর সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৫-এর জানুয়ারিতে বাজারে আসবে। জানা যাচ্ছে যে এই গাড়ির দাম হতে পারে ২০ লক্ষ টাকার কাছাকাছি। তবে এই সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি কোম্পানির তরফে।