কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এবার বন্ধন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে আরো অতিরিক্ত সুদ দিতে চলেছে। জানা গেছে, সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক। এবার থেকে স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে ব্যাপক লাভ পেতে চলেছেন গ্রাহকেরা। তাই বিনিয়োগ করার আগে অন্তত একবার এই নিবন্ধটি পড়ুন। সঙ্গে একনজরে দেখে নিন যে স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকদের কেমন মেয়াদে কত হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
মাত্র ৫০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন সর্বোচ্চ সুদ
ফিক্সড ডিপোজিট করতে হলে অনেকেই প্রথম পছন্দের তালিকায় রাখেন স্টেট ব্যাঙ্ককে। এই ব্যাঙ্ক দীর্ঘমেয়াদি স্কিমে ভালো রিটার্ন দিয়ে থাকে। তবে স্বল্পমেয়াদি স্কিমের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক সহ আরো অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে জোর টক্কর দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। বিশেষ করে ৫০০ দিন অর্থাৎ ১ বছর ৪ মাস ১১ দিনের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। এই ৫০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকরা ৭.৮৫ শতাংশ সুদ পেয়ে যাবেন এবং এই একই মেয়াদে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৮.৩৫ শতাংশ হারে।
কিভাবে বন্ধন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন?
এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে মোটা টাকা থাকলে আপনি কিভাবে সেটিকে বন্ধন ব্যাঙ্কের এই স্বল্পমেয়াদি স্কিমে বিনিয়োগ করতে পারবেন। অনেকেই হয়তো জানেন না যে বন্ধন ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট না থাকলেও ফিক্সড ডিপোজিট করা সম্ভব। এর জন্য আপনাকে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সেখানে গিয়ে স্থায়ী আমানতের সব শর্তাবলী ভালোভাবে পড়ে তারপর একটি ফরম ফিলাপ করে ডকুমেন্ট জমা দিলেই এই বিনিয়োগ করতে পারবেন।