Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অজান্তে PAN কার্ড জালিয়াতির শিকার হচ্ছেন অনেকেই, এই উপায়ে আপনার কার্ড যাচাই করুন মোবাইল থেকে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতীয় নাগরিকদের অত্যাবশ্যকীয় নথির মধ্যে একটি হল প্যান কার্ড। ব্যাংকের কোনো আর্থিক লেনদেন হোক কিংবা ঋণ নেওয়ার বিষয়, প্যান কার্ড হল গুরুত্বপূর্ণ একটি নথি। এছাড়াও যারা আয়করের আওতায় থাকেন, তাদের…

ভারতীয় নাগরিকদের অত্যাবশ্যকীয় নথির মধ্যে একটি হল প্যান কার্ড। ব্যাংকের কোনো আর্থিক লেনদেন হোক কিংবা ঋণ নেওয়ার বিষয়, প্যান কার্ড হল গুরুত্বপূর্ণ একটি নথি। এছাড়াও যারা আয়করের আওতায় থাকেন, তাদের ক্ষেত্রে আয়কর জমা করার সময়ও জরুরি প্যান কার্ড। এই নথির গুরুত্ব লুকিয়ে আছে এর নামেই। PAN অর্থাৎ Permanent Account Number। এটি একটি ১০ অঙ্কের নাম্বার, যার সাহায্যে আপনার যেকোনো আর্থিক লেনদেনের হিসেব পাওয়া সম্ভব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিন দিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে দেশে। কখনো ব্যাঙ্ক ম্যানেজারের নামে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি, কখনো আবার ম্যাসেজের মাধ্যমে পাঠানো হচ্ছে হ্যাকিং লিঙ্ক, আবার কখনো ভিডিও কলে অশালীনতা দেখিয়ে লাগাতার চলছে ব্ল্যাকমেলিং। ইন্টারনেট দুনিয়ায় যেন আজকাল পদে পদে রয়েছে শুধু বিপদ। এমনকি এখন প্যান কার্ডের মাধ্যমেও জালিয়াতির ঘটনা ঘটছে। এক্ষেত্রে সতর্ক না হয়ে মোবাইল ব্যবহার করলেই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য বসে রয়েছে জালিয়াতরা।

অজান্তে PAN কার্ড জালিয়াতির শিকার হচ্ছেন অনেকেই, এই উপায়ে আপনার কার্ড যাচাই করুন মোবাইল থেকে

কিভাবে যাচাই করবেন আপনার প্যান কার্ড থেকে জালিয়াতি হয়েছে কি’না?

এর জন্য প্রথমরি ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট স্কোর পরীক্ষা করতে হবে। তার জন্য ওই ওয়েবসাইটের ক্রেডিট স্কোর অপশনে গিয়ে প্যান কার্ডের সব তথ্য লিখতে হবে। এবাট নিবন্ধিত ফোন নম্বরে ওটিপি আসবে। এবার সেখানে ওটিপি লিখতে হবে। এখানেই নির্ধারিত প্যান কার্ডের ক্রেডিট স্কোর দেখাবে। এর মাধ্যমে সহজে বোঝা যাবে যে প্যান কার্ডের কোনোভাবে অপব্যবহার করা হয়েছে কি’না।

প্যান কার্ড জালিয়াতি হলে অভিযোগ করার উপায়

প্যান কার্ড জালিয়াতি হয়ে থাকলে তার জন্য অভিযোগ জানানো যাবে অনলাইনে। তার জন্য প্রথমে ট্যাক্স ইনফরমেশন পোর্টালে যেতে হবে এবং সেখানে অভিযোগ এবং তদন্ত অপশনে ক্লিক করতে হবে। এবার অভিযোগ ফর্মটি পূরণ করতে হবে এবং সমস্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে। এবার ক্যাপচা কোড দিয়ে অভিযোগ জমা দিতে হবে।

অজান্তে PAN কার্ড জালিয়াতির শিকার হচ্ছেন অনেকেই, এই উপায়ে আপনার কার্ড যাচাই করুন মোবাইল থেকে

কিভাবে জালিয়াতি থেকে বাঁচবেন?

● কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
● http দিয়ে শুরু না হলে সেই পোর্টালে প্যান কার্ডের তথ্য দেবেন না।
● মোবাইলে অপরিচিত apk ডাউনলোড করবেন না।
● অজানা ফোন কলে কোনোভাবেই প্যান কার্ডের তথ্য দেবেন না।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...