রোজগার থেকে সঞ্চয় করে রাখা ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ। এবার অনেকেই সেভিংস হিসেবে টাকা সঞ্চয় করেন, অনেকেই আবার জমানো টাকা বিভিন্নভাবে বিনিয়োগ করে তা থেকে ভালো রিটার্নের দিকে এগিয়ে যান। এক্ষেত্রে কেউ কেউ ঝুঁকি নিয়ে শেয়ার বাজারের দিকে পা বাড়ালেও বেশিরভাগ মানুষই এখনো ভরসা করেন নির্ভরযোগ্য সরকারি বিনিয়োগ সংস্থাগুলির উপর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ভালো রিটার্ন পেতে হলে আজকাল অনেকেই অন্য ধরনের বিনিয়োগের বিকল্প খোঁজেন। আর সবথেকে বেশি রিটার্ন দিয়ে থাকে শেয়ার বাজার। তবে এক্ষেত্রে অনেক অনুসন্ধান করে তবেই বিনিয়োগ করতে হয়, নাহলে টাকা ডুবতে পারে। তবে শেয়ার বাজারের সঙ্গে সম্পর্কিত মিউচ্যুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করা যায়, তাহলে কাজটা আরো সহজ হয়। একইভাবে, রিটার্নও মেলে বেশি। আর এই মুহূর্তে লাভজনক সব মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে Tata Small Cap Fund Regular Growth। এটি ফিক্সড ডিপোজিটের ৩ গুন রিটার্ন দেয়। এখন এই ফান্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।
Tata Small Cap Fund Regular Growth মিউচ্যুয়াল ফান্ডের সুবিধা
● এই ফান্ডের টাকা মূলত শেয়ার বাজারের স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করা হয়।
● এই ফান্ড থেকে উচ্চ হারেরিটার্ন মেলে।
● গত ১ বছরে এই ফান্ড বিনিয়োগকারীদের ৪৪ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।
● গত ৩ বছরে ২৭ শতাংশ, ৫ বছরে ২৯ শতাংশ এবং লঞ্চ হওয়ার পর থেকে এই মিউচুয়াল ফান্ড স্কিম এখনও পর্যন্ত মোট ২৭ শতাংশ রিটার্ন দিয়েছে।
● এই মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫০০০ টাকা এককালীনবিনিয়োগ করতে পারেন।
● এই ফান্ডে সর্বনিম্ন ১০০০ টাকার SIP করা যায়।
মাসে ৭৯০ টাকা বিনিয়োগ করে ৫ বছরে দুর্দান্ত রিটার্ন
মাসে ৭৯০ টাকার SIP করা হলে Tata Small Cap Fund Regular Growth মিউচ্যুয়াল ফান্ড থেকে কয়েকলক্ষ টাকার রিটার্ন পাওয়া যাবে। এর হিসেব করা হলে, সুদের পরিমাণ যদি ২৭ শতাংশ হয় এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে রিটার্ন হিসেবে মিলবে ১,০০,৫২৮ টাকা। এক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ে মোট বিনিয়োগের পরিমাণ হবে মাত্র ৪৭,৪০০ টাকা, বাকি টাকা মিলবে সুদ থেকে।