Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লেডিস স্পেশ্যাল বাস পরিষেবা শুরু হল রাজ্যে, কোন রুটে চলবে এই বাস? জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাংলার বুকে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর মাধ্যম কিন্তু একাধিক রয়েছে। শহরাঞ্চলে রয়েছে ট্রেন পরিষেবা। এছাড়াও শহর ও মফঃস্বল এলাকায় রয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। এছাড়াও ট্যাক্সি…

বাংলার বুকে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর মাধ্যম কিন্তু একাধিক রয়েছে। শহরাঞ্চলে রয়েছে ট্রেন পরিষেবা। এছাড়াও শহর ও মফঃস্বল এলাকায় রয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। এছাড়াও ট্যাক্সি পরিষেবা ব্যক্তিগতভাবে দ্রুত গন্তব্যে পৌছনোর জন্য একটি ভালো বিকল্প। তবে এতে খরচ বেশি। তবে এই খরচের সমস্যার সমাধানের পথ খুঁজে দিয়েছে কিছু মোটর বাইক সংস্থা। কম খরচে বাইক বুক করে দ্রুত পৌঁছানো যায় নির্দিষ্ট গন্তব্যে। এককথায় এখন রাজ্যের বুকে কোটি কোটি গাড়ি চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সব ধরণের পরিবহন বিকল্পের মাঝে বাস পরিষেবা হল সর্বাপেক্ষা জনপ্রিয়। আর এবার রাজ্যে বাস পরিষেবাকে আরো বেশি উন্নীত করতে একটি বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ পরিবহন মন্ত্রণালয়। এবার থেকে ট্রেনের মতো সুবিধা মিলবে বাসেও। আর মঙ্গলবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যের বুকে। এই ব্যবস্থা বাস পরিষেবার প্রতি যাত্রীদের আকর্ষণ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

লেডিস স্পেশ্যাল বাস পরিষেবা শুরু হল রাজ্যে, কোন রুটে চলবে এই বাস? জেনে নিন

লেসিড স্পেশ্যাল বাস চালু হচ্ছে রাজ্যে

ট্রেনে লেডিস স্পেশ্যাল কামরা চসলু হয়েছে বহু বছর আগেই। তবে বাসে এখনো এমন ব্যবস্থা চালু করা হয়নি। সেই কারণে অনেক মহিলা বাসে যাতায়াত করতে পছন্দ করেন না। তবে এবার থেকে মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালু হচ্ছে। মঙ্গলবার হাওড়া এই পরিষেবার সূচনা করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী। এর আগে ২০১৩ সালে এই পরিষেবা চালু হয় রাজ্যে। তবে তা বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। তবে ফের একবার এই বিষয়টি নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার।

লেডিস স্পেশ্যাল বাস পরিষেবা শুরু হল রাজ্যে, কোন রুটে চলবে এই বাস? জেনে নিন

কখন ও কোন রুটে চলবে এই বাস? কি কি সুবিধা?

● আপাতত একটি লেডিস স্পেশ্যাল বাস ছাড়বে সকাল ৯.৩০-এ এবং আরেকটি ছাড়বে সকাল ১০ টায়।
● লেডিস স্পেশ্যাল ট্রেন ঢোকার পরেই এই বাস ছাড়বে।
● আগামী দিনে শিয়ালদহ স্টেশন থেকেও মিলবে লেডিস স্পেশ্যাল বাস।
● আপাতত হাওড়া থেকে বালিগঞ্জ রুটে চলবে একজোড়া বাস।
● আগামীতে লেডিস স্পেশ্যাল এসি বাস চালু হবে।
● এইসব বাসে মহিলা কন্ডাক্টার থাকবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...