Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লিটার প্রতি ২০ টাকা সস্তা হচ্ছে পেট্রোল ও ডিজেল! বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

কয়েকদিন আগেই তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় এসেছে মোদি সরকার। তবে এবারের ভোটের ফলাফল কিছুটা চাপে রেখেছে এনডিএ শিবিরকে। একাধিক সমস্যার সমাধান এখন করতেই হবে এনডিএ সরকারকে। তার মধ্যে অন্যতম হল…

কয়েকদিন আগেই তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় এসেছে মোদি সরকার। তবে এবারের ভোটের ফলাফল কিছুটা চাপে রেখেছে এনডিএ শিবিরকে। একাধিক সমস্যার সমাধান এখন করতেই হবে এনডিএ সরকারকে। তার মধ্যে অন্যতম হল পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দাম কমানো। আর এবার সেদিকেই গুরুত্ব আরোপ করতে চাইছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। সম্প্রতি তিনি এমন একটি উপায় বলেছেন, যার মাধ্যমে কমানো সম্ভব রান্নার গ্যাসের দামও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রাকৃতিক গ্যাসকে GST-র আওতায় আনা হলে সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক। এর আগেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোল ও ডিজেলকে GST-র আওতায় আনা এবং তার লাভের কথা বলেছিলেন। আর এবার এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। জানা গেছে, পেট্রোল ও দিনেল GST-র আওতায় এলে অনেক সুবিধা হবে। সেই সঙ্গে কমবে দামও। কারণ বর্তমানে পেট্রোল ও ডিজেলের উপর রাজ্য ভ্যাট, কেন্দ্রীয় বিক্রয় কর, কেন্দ্রীয় আবগারির মতো কর আরোপ হয়। সেই কারণে দামের তারতম্য দেখা যায় দেশজুড়ে। তবে এটিকে GST-র আওতায় আনা হলে এইসব করে পরিমান কমবে। একইসঙ্গে সরকার লাভবান হবে।

লিটার প্রতি ২০ টাকা সস্তা হচ্ছে পেট্রোল ও ডিজেল! বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

পেট্রোল ও ডিজেলের উপর যেসব কর আরোপ করা হয়

মূলত ভিত্তিমূল্যের ওপর পরিবহন খরচ ও ডিলার কমিশন ধার্য করা হয় পেট্রোল ও ডিজেলের মূল্য নির্ধারণের জন্য। যদি আমরা দিল্লিদিকে নজর দিই, সেখানে পেট্রোলের ভিত্তিমূল্য হয় লিটার প্রতি ৫৫.৪৬ টাকা। এরপর পরিবহনের জন্য প্রতি লিটারে ০.২২ টাকা যোগ হয়, আবগারি শুল্ক প্রতি লিটার ৩.৭৭ টাকা ট্যাক্স নেয়, ডিলার কমিশন নেয় ১৫.৩৯ টাকা প্রতি লিটার। এবার বিভিন্ন রাজ্যে পেট্রোল এবং ডিজেলের উপর করের স্ল্যাব আলাদা হয়। তাই রাজ্য অনুযায়ী দামের একটা তফাৎ লক্ষ্য করা যায়। এইভাবে ৫৫.৪৬ টাকা ভিত্তিমূল্যের পেট্রোল কিনতে নাগরিকদের দিতে হয় লিটার প্রতি ৯৪.৭২ টাকা।

লিটার প্রতি ২০ টাকা সস্তা হচ্ছে পেট্রোল ও ডিজেল! বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

GST লাগু হলে লিটার প্রতি ২০ টাকা সস্তা হবে পেট্রোল ও ডিজেল

সম্প্রতি GST কাউন্সিলের বৈঠকের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন পেট্রোল ও ডিজেলকে GST-র আওতোয় আনার প্রস্তাব দেন। তিনি বলেন যে বিভিন্ন ধরণের কর উঠে গেলেই জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা কমে যাবে। হিসেবও কিন্তু সেই কথাই বলছে। দিল্লির হিসেবে পেট্রোলের বেস প্রাইস এবং ফ্রেইট প্রতি লিটারে ৫৫.৬৬ টাকা। এর সঙ্গে যদি ২৮ শতাংশ জিএসটি, ৩.৭৭ টাকা ডিলার কমিশন নেয়, তাহলে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াবে প্রতি লিটারে ৭৫.০১ টাকা। অর্থাৎ, বর্তমান দাম থেকে প্রায় ২০ টাকা সস্তায় পেট্রোল এবং ডিজেল পাওয়া যাবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...