Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরানো গাড়িও মাইলেজ দেবে নতুনের মতো, এই ৪ টি টিপস মেনে গাড়ি চালান, টান পড়বে না পকেটে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। তাই সামর্থ অনুযায়ী সকলে পছন্দের গাড়ি কেনার দিকে ঝোঁকেন। জ্বালানি…

ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। তাই সামর্থ অনুযায়ী সকলে পছন্দের গাড়ি কেনার দিকে ঝোঁকেন। জ্বালানি তেলের বাড়তে থাকা দামের দিকে লক্ষ্য করে অনেককেই এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। আবার অনেকেই পেট্রোল গাড়িতেই ভরসা রাখছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে গাড়ি কিনে নেওয়াটাই কিন্তু বড় কথা নয়। সঙ্গে গাড়ির নানা বিষয়কে লক্ষ্য রাখতে হয়। এক্ষেত্রে যেমন গাড়ির বীমা ও কর সহ নানা নথিকে ঠিকঠাক রাখতে হয়, তেমনই অন্যদিকে গাড়ির হার্ডওয়্যারের নানারকম পরিচর্যার করতে হয়। গাড়ি মেন্টেনেন্সের যাবতীয় কাজ আমরা গ্যারেজ বা সার্ভিস সেন্টার বা কোনো অভিজ্ঞ মেকানিককে দিয়ে করিয়ে থাকি। তবে গকরি পুরানো হলে অনেক সময় গাড়ির মাইলেজ কমে যায়। অনেকে হয়তো ভাবেন ইঞ্জিনের কারণে এই ঘটনা ঘটে। তবে আমাদের হাতেই রয়েছে এমন কিছু কাজ, যা করলে সহজেই পুরানো গাড়ির মাইলেজ বেড়ে যাবে। একনজরে দেখে নিন এমন কয়েকটি উপায়, যার সাহায্যে আপনার গাড়ির মাইলেজ বৃদ্ধি পাবে।

পুরানো গাড়িও মাইলেজ দেবে নতুনের মতো, এই ৪ টি টিপস মেনে গাড়ি চালান, টান পড়বে না পকেটে

কম স্পিডে গাড়ি চালালে মাইলেজ বাড়বে

আমারও অনেকেই ফাঁকা রাস্তা পেলেই গাড়ির এক্সিলেটরে চাপ দিয়ে হাওয়ার গতিতে গাড়ি ছুটিয়ে দিই। হাইওয়ে পেলে তো স্পিডের কাঁটা ১০০ কিমি/ঘন্টা পার করে। তবে গাড়ির এক্সিলেটরে বেশি চাপ দিলে গাড়ি বেশি জ্বালানি দহন করে। তাই সবসময় গাড়ি ৬০ কিমি/ঘন্টা গতিতে রাখার চেষ্টা করুন। এতে মাইলেজ সর্বোচ্চ পাবেন।

গাড়ির ওজন কমে থাকলে বেশি মাইলেজ পাবেন

অনেকসময় আমরা গাড়িতে অনেক জিনিস পার্মানেন্টভাবে রেখে দিই। এর ফলে গাড়ির ওজন বেশি থাকে। ফাঁকা গাড়িও সেই ওজন বহন করে। আর গাড়িতে ওজন বেশি থাকলে বেশি জ্বালানির খরচ হয়। তাই গাড়িতে সর্বোচ্চ মাইলেজ পেতে গাড়ির ওজন কমে রাখার চেষ্টা করুন।

পুরানো গাড়িও মাইলেজ দেবে নতুনের মতো, এই ৪ টি টিপস মেনে গাড়ি চালান, টান পড়বে না পকেটে

টায়ারে হাওয়া ঠিকঠাক থাকলে মাইলেজ বাড়বে

গাড়ির টায়ারে নিয়মিত হাওয়ার পরিমান যাচাই করা দরকার। কারণ টায়ারে হাওয়া কম থাকলে গাড়ির জ্বালানি তেল বেশি দহন হয়। এত ফলে মাইলেজ কমে যায়। তাই সামনে ও পিছনে- দু’দিকের চাকায় পরিমিত হাওয়া রাখুন। এতে গাড়িতে বেশি মাইলেজ পাবেন।

সিগন্যালে ইঞ্জিন বন্ধ রাখলে তেল কম পুড়বে

সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন আমরা অনেকেই গাড়ির ইঞ্জিন বন্ধ করিনা। তবে জানলে অবাক হবেন যে সিগন্যালে থাকাকালীন ওই ৩০ সেকেন্ডে অনেকটা তেল পুড়তে থাকে। তাই সিগন্যাল লাল হলেই দাঁড়িয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিন। এতে বেশি মাইলেজ পাবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...