প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ, ২০২৪। সুপার এইটের খেলা শেষ হয়েছে। এবার ২০ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। প্রথমে গ্রুপ স্টেজের খেলার ফলাফলের ভিত্তিতে আগেই ১২ টি দল বিদায় নিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো ভালো দলের নামও রয়েছে। তবে সুপার এইটের পর আরো বেশ কিছু অঘটন ঘটে গিয়েছে। কারণ এই পর্যায়ে যে চারটি দল বিদায় নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হল অস্ট্রেলিয়া। এছাড়াও এই স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোমবার ছিল সুপার এইটের চূড়ান্ত একটি খেলা। সেই ম্যাচে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। এরপর মঙ্গলবার সকালে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে খুব বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। যে কারণে সেই দেশের ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে হতাশ। কারণ সেমিতে যাওয়ার স্বপ্ন বাংলাদেশও দেখেছিল। তবে তাদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে মঙ্গলবার সকালেই। আর এই হারের পরেই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশের অধিনায়ক
দেশের ক্রিকেট সমর্থকদের মন ভাঙার পরই তাদের প্রতি সমব্যথী হয়ে উঠলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে একটি সাংবাদিক সম্মেলনে শান্ত বলেন, ” প্রথমত আমি বলতে চাই, দল হিসেবে আমরা বাংলাদেশে আমাদের সমর্থকদের হতাশ করেছি। তাই দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আমরা এর জন্য দুঃখিত। ভবিষ্যতে এমন কন্ডিশনে আমরা ভালো খেলার চেষ্টা করব”।
এই হার থেকে আগামীতে শিক্ষা নেবে বাংলাদেশ?
সেমিফাইনালে পৌঁছাতে না পারলেও দলের বদনাম করলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই হার ও হতাশার মাঝেও খুঁজে নিলেন কিছু ইতিবাচক দিক। ব্যাটিংয়ে ব্যর্থতা এলেও দলের বোলিং বিভাগের সুনাম করলেন বাংলাদেশের ক্যাপ্টেন। তিনি বলেন, “আমাদের জন্য ইতিবাচক দিক হলো, আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। এত বড় টুর্নামেন্টে প্রায় প্রতিটি ম্যাচেই ভালো বোলিং করেছেন রিশাদ হোসেন। আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সমর্থক ও দেশের মানুষকে হতাশ করেছি।”