ভারতে ট্রেন হল এমন একটি পরিষেবা, যার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের রোজকার জীবনযাপন চলে। অনেকের কাছে আবার রোজগারের আধান এই ট্রেন। কেউ ট্রেনে হকারী করেন, আবার কেউ ট্রেনে ট্রেনে গান শুনিয়ে উপার্জন করেন। আবার অনেকেই স্টেশনে বা প্ল্যাটফর্মে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আবার অনেকেই ট্রেনের নিত্যযাত্রী হিসেবে কাজের জায়গায় যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাই ট্রেন বাতিল হলে অনেকেরই যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাস বা অন্য যানবাহনের উপর ভরসা করতে হয়, তেমনই আবার হকারদের পেটে পড়ে টান। আর ট্রেন বাতিল এখন নতুন কিছুই নয়। আর এবার খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল করা হল। আগামী কয়েকদিন রেল পরিষেবা বিঘ্নিত হবে এই শাখায়। এর জেরে যাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে। এখন কোন ট্রেন কবে বাতিল থাকছে, সেটা জেনে নিন।
বহু ট্রেন বাতিল করলো দক্ষিণ-পূর্ব রেলওয়ে
আন্দুল স্টেশনের কাছে নন ইন্টারলকিং এর কাজ শুরু হচ্ছে। এই কারণে লাইন ব্লক রাখা হবে। গত ২২ শে জুন থেকেই এই সালহায় ট্রেন চলাচল স্বাভাবিক নেই। আগামী ১ লা জুলাই পর্যন্ত এই লাইনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। ২৮ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত নন-ইন্টারলকিং এর প্রধান কাজ হবে। এই কারণে অনেক লোকাল ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন শাখার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, অনেক এক্সপ্রেস ট্রেনের যাত্রাও এই কারণে ব্যাহত হচ্ছে এই শাখায়।
কবে, কোন শাখায় ট্রেন বাতিল হচ্ছে?
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-খড়গপুর, হাওড়া-মেদিনীপুর, হাওড়া-পাঁশকুড়া, পাঁশকুড়া-দীঘা, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদার মতো খড়গপুর ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে ২৮ ও ২৯ শে জুন ৪৫ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ২৯ ও ৩০ শে জুন ৪৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে এবিবগ ১ লা জুলাই ৪৫ টি লোকাল ট্রেন বাতিল হতে পারে।লোকাল ছাড়াও এই কয়েকদিন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, শালিমার- পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-টিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের মতো ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল হতে পারে।