Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরে গেল পথের কাঁটা! সেমিফাইনালের আগে বিরাট স্বস্তিতে টিম ইন্ডিয়া, কেন জানেন?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

টি-২০ বিশ্বকাপ এক্কেবারে শেষ পর্যায়ে এসে হাজির। গত কয়েক সপ্তাহ ধরে বাইশ গজের বিশ্বযুদ্ধে লড়াই করছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ টি দল। সেখানে যেমন ছিল নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনই আবার…

টি-২০ বিশ্বকাপ এক্কেবারে শেষ পর্যায়ে এসে হাজির। গত কয়েক সপ্তাহ ধরে বাইশ গজের বিশ্বযুদ্ধে লড়াই করছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ টি দল। সেখানে যেমন ছিল নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনই আবার ছিল ক্যারিবিয়ান দেশ পাপুয়া নিউ গিনিও। তবে গ্রুপ পর্বের খেলা শেষে নিউজিল্যান্ড ও পাকিস্তান ছাড়া বাকি সব বড় দলই কোয়ালিফাই করেছিল সুপার-৮-এর জন্য। তবে এখন সেই পর্বের খেলাও শেষ হয়েছে। বিশ্ব ক্রিকেটে এবার ৪ সেমিফাইনালিস্ট দলকে। যার মধ্যে রয়েছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এর মধ্যে ২ টি দল যাবে ফাইনালে। আর সেমিফাইনালের আগে একটি বড় আপডেট স্বস্তি দিচ্ছে ভারতকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২৩ সালে দেশে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের ট্রফি ভারতের মুখ থেকে যেন ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফির খরা দীর্ঘায়িত হয়েছে ভারতের জন্য। তবে এবারের টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার টিম ইন্ডিয়া। কারণ এই বিশ্বকাপে এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। আর সেমিফাইনালে তাদের সামনে থাকবে ইংল্যান্ড। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার বদলা নিয়েছে টিম ইন্ডিয়া। আর এবার ইংরেজদের থেকে বদলা নেওয়ার সুযোগ এলো ভারতের কাছে।

সরে গেল পথের কাঁটা! সেমিফাইনালের আগে বিরাট স্বস্তিতে টিম ইন্ডিয়া, কেন জানেন?

সেমিফাইনালের আগে সরে গেল ভারতের পথের কাঁটা

সম্প্রতি, সেমিফাইনাল ম্যাচের আম্পায়ার তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর সেই তালিকা দিলেই খানিকটা স্বস্তিতে টিম ইন্ডিয়া। কারণ সেমিফাইনাল ম্যাচে ভারতের জন্য ৫১ বছর বয়সী ‘আনলাকি’ রিচার্ড কেটেলবোরোহ আম্পায়ারিং করবেন না। উল্লেখ্য, এই ইংরেজ আম্পায়ার ভারতের যেসব নক-আউট ম্যাচে আম্পায়ারিং করেছেন, ততবার হেরেছে টিম ইন্ডিয়া। জানা গেছে, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অর্থাৎ ভারত-ইংল্যান্ড ম্যাচে অন-ফিল্ড অফিসিয়ালদের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং অস্ট্রেলিয়ার রডনি টাকার।

সরে গেল পথের কাঁটা! সেমিফাইনালের আগে বিরাট স্বস্তিতে টিম ইন্ডিয়া, কেন জানেন?

সেমিফাইনাল না খেলেও ফাইনালে যেতে পারে ভারত

ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আরো একটি সুখবর হল এটাই যে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে সরাসরি ফাইনালে যাবে টিম ইন্ডিয়া। আর ইতিমধ্যে নিউ গায়ানার ওইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইসিসি টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার-৮-এর সেরা দল ফাইনালে যাবে। সুপার-৮-এ ভারত ৩ টি ম্যাচই জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র ২ টি ম্যাচ জিতেছে। তাই বৃষ্টির কারণে ম্যাচ না হলে গ্রুপ-টপার হলে ভারতীয় দল সরাসরি পৌছে যাবে ফাইনালে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...