Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে Apple-এর এই স্পিকার, জুলাইয়ের আগেই কিনতে পারবেন, দাম কত?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বিশ্বের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম মোবাইলের মধ্যে অন্যতম হল আইফোন। আজকাল আভিজাত্যের অন্যতম নিদর্শন হল হাতে থাকা আইফোন। এই মোবাইলের নির্মাতা সংস্থা হল অ্যাপল। আর এই অ্যাপলের লোগোতেই আইফোন বাজিমাত করে…

বিশ্বের স্মার্টফোন বাজারে প্রিমিয়াম মোবাইলের মধ্যে অন্যতম হল আইফোন। আজকাল আভিজাত্যের অন্যতম নিদর্শন হল হাতে থাকা আইফোন। এই মোবাইলের নির্মাতা সংস্থা হল অ্যাপল। আর এই অ্যাপলের লোগোতেই আইফোন বাজিমাত করে বাজারে। এর থেকে সস্তায় আরো উন্নতমানের ফিচার্স সমৃদ্ধ মোবাইল পাওয়া গেলেও আইফোনেই চোখ আটকে যায় অনেকেরই। তার কারণ হল এর ব্র্যান্ড ভ্যালু। আন্তর্জাতিক বাজারে এই মোবাইল এতটাই বিখ্যাত হয়ে গেছে যে আজকাল যেকোনো দেশের কোনো বড় নেতা থেকে বড় শিল্পপতি এমনকি অভিনেতা ও অভিনেত্রীদের হাতে দেখা যায় এই মোবাইল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে শুধুমাত্র আইফোন নয়, টেক গ্যাজেট মার্কেটে আরো অনেক প্রোডাক্ট লঞ্চ করছে অ্যাপল। তার মধ্যে যেমন রয়েছে আইপ্যাড ট্যাব, অ্যাপল ম্যাকবুক ল্যাপটপ, অ্যাপল স্মার্টওয়াচ, অ্যাপল ইয়ারবাড ইত্যাদি। তবে সম্প্রতি, সাউন্ড মার্কেটেও পা রেখেছে মার্কিন কোম্পানি অ্যাপল। ২০১২ সালে অ্যাপল বিখ্যাত সাউন্ড গ্যাজেট কোম্পানি বিটস-কে অধিগ্রহণ করে। আর ২০১৫ সালে তাদের প্রথম সাউন্ড স্পিকার লঞ্চ করে অ্যাপল। এই প্রোডাক্টটি অ্যাপল পিল প্লাস স্পিকার নামে বাজারে উপলব্ধ হয়েছে। এখন একনজরে দেখে নিন এই ব্র্যান্ডেড প্রোডাক্টের ফিচার্স ও দাম সম্পর্কে।

পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে Apple-এর এই স্পিকার, জুলাইয়ের আগেই কিনতে পারবেন, দাম কত?

অ্যাপল পিল প্লাস স্পিকারের স্পেসিফিকেশন

● এই স্পিকারটি IOS এবং Android ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এবং তা থেকেই চালানো যাবে।
● একবার ফুল চার্জ দিলে এই স্পিকার ২৪ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দেবে।
● USB টাইপ-সি কেবল দিয়ে চার্জ হবে এই স্পিকার।
● এই স্পিকারকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।
● আইপি-৬৭ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পেয়েছে এই স্পিকার।
● স্পিকারে দেওয়া উফার ২৮ শতাংশ বেশি মোটর ফোর্স এবং ৯০ শতাংশ বেশি বায়ু ভলিউম স্থানচ্যুত করতে সক্ষম।
● বর্তমানে তিনটি কালার অপশনে এই স্পিকার পাওয়া যাচ্ছে। সেগুলি হল- ম্যাট ব্ল্যাক, স্টেটমেন্ট রেড ও শ্যাম্পেন গোল্ড।

পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে Apple-এর এই স্পিকার, জুলাইয়ের আগেই কিনতে পারবেন, দাম কত?

অ্যাপল পিল প্লাস স্পিকারের দাম

এই স্পিকারের মডেলটি এখনো লঞ্চ হয়নি। ২৭ শে জুন, ২০২৪ তারিখে এই স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। এই স্পিকারের দাম রোলহ হয়েছে ১৪৯.৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই স্পিকারের দাম দাঁড়াবে প্রায় ১২,৫০০ টাকা। তাই যারা অ্যাপল ব্র্যান্ড পছন্দ করেন তারও এই মাসেই স্পিকারটি কিনতে পারবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...