আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ মোবাইলে এখন যেমন রয়েছে বিনোদন, তেমনই আজকাল সব কাজই মোবাইলনির্ভর হয়ে পড়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন ভারতের মতো দেশে নানা সেগমেন্টের মোবাইল উপলব্ধ রয়েছে। এর মধ্যে যেমন প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল রয়েছে একটু বেশি দামে, তেমনই আবার মিড-রেঞ্জ মোবাইলের দাম তার থেকে কিছুটা কম। তবে বাজেট সেগমেন্ট মোবাইলের চাহিদা এখন দেশে সর্বোচ্চ। তবে প্রিমিয়াম সেগমেন্টের চাহিদা এখনো অমনি। আর এই সেগমেন্ট দখলের লড়াইয়ে রয়েছে রেডমি, পোকো, স্যামসাং, ভিভো, অপ্পো, মটোরোলার মতো কোম্পানিগুলো। তবে শাওমি এবার প্রিমিয়াম সেগমেন্ট মোবাইলের বাজারে ধামাকা করতে লঞ্চ করলো Xiaomi Civi 4 Pro মোবাইলের ডিজনি প্রিন্সেস থিমযুক্ত লিমিটেড এডিশন। আসুন, এই মোবাইলের ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক।
দুর্দান্ত লুকে লঞ্চ হচ্ছে Xiaomi Civi 4 Pro ডিজনি এডিশন
লিমিটেড এডিশনের যেকোনো মোবাইল লুকের দিক থেকে দুর্দান্ত থিমযুক্ত হয়। আর শাওমিও এক্ষেত্রে কোনোরূপ খামতি রাখেনি। পার্পল রঙে এই মোবাইলটি তৈরি করা হয়েছে, যার সঙ্গে স্নো-হোয়াইট রংয়ের ডিজাইন থাকছে মোবাইলের ব্যাক প্যানেলে। মোবাইলের পিছনে ‘মিরর মিরর’ শব্দ লেখা থাকছে, যা ডিজনি থিমকে ওর হেসি প্রস্ফুটিত করে। এছাড়াও টাইটানিয়াম রংয়ের একটি আয়না দেওয়া হয়েছে মোবাইকের পিছনে। তবে শুধু হার্ডওয়ার নয়, সফ্টওয়্যারের দিক থেকেও ডিজনি থিম দেওয়া হয়েছে মোবাইলটিতে।
Xiaomi Civi 4 Pro ডিজনি এডিশনের স্পেসিফিকেশন
এই মোবাইলে কার্ভড এজ এবং ১.৫কে রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির AMOLED CSOT C8 ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই মোবাইলে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, সুপারফাস্ট র্যাম এবং স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এই মোবাইলে। পাশাপাশি, মোবাইলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50E প্রাইমারি লেন্স, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা রয়েছে এবং মোবাইলের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। তবে মোবাইলটি চীনের বাজারে লঞ্চ হয়েছে। ভারতে এটি উপলব্ধ নয়।