Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kalki 2898 AD স্পেশ্যাল এডিশন ই-সাইকেল লঞ্চ হল বাজারে, ৩ হাজার টাকার কম দামে কিনতে পারবেন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Kalki 2898 AD : যেভাবে দিন দিন পেট্রোলের দাম বাড়ছে, তাতে বাইক নিয়ে ঘোরাফেরা করতে পকেট খালি হয়ে পড়ছে। একইসঙ্গে পরিবেশ দূষণের কারণে মারাত্মক গরমে পুড়ছি আমরা। তাই এসব থেকে…

Kalki 2898 AD : যেভাবে দিন দিন পেট্রোলের দাম বাড়ছে, তাতে বাইক নিয়ে ঘোরাফেরা করতে পকেট খালি হয়ে পড়ছে। একইসঙ্গে পরিবেশ দূষণের কারণে মারাত্মক গরমে পুড়ছি আমরা। তাই এসব থেকে বাঁচতে একমাত্র বিকল্প হল ইলেকট্রিক যানবাহন। কিন্তু ইলেকট্রিক বাইক বা স্কুটারের যা দাম, তাতে এসব সকলে কিনতেই পারছে না। তবে এবার সব সমস্যার সমাধান করতে বাজারে লঞ্চ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক সাইকেল। কম দামে পরিবেশবান্ধব যানের একমাত্র বিকল্প হল ইলেকট্রিক সাইকেল। ব্যাটারি চালিত এই ই-সাইকেল যেমন দামে কম, তেমনই এর মেন্টেনেন্স খরচও অনেকটাই কম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এবার ভারতের বাজারে লঞ্চ হচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার থিমযুক্ত ইলেকট্রিক সাইকেল। ২৭ শে জুন এই সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রভাস অভিনীত এই সিনেমাকে ঘিরে ইতিমধ্যে দেশজুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ বিষ্ণুর দশম অবতারের উত্থানের গল্পের সঙ্গে কল্পবিজ্ঞানের দারুন মিশেল ঘটিয়ে এই সিনেমা তৈরি হচ্ছে। সেই কারণে এবার EMotorad নামের একটি ই-ভেহিকেল কোম্পানি এই সিনেমার থিমযুক্ত একটি স্পেশ্যাল এডিশন ইলেকট্রিক সাইকেল বাজারে লঞ্চ করতে চলেছে। চলুন একনজরে এই ই-সাইকেলের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Kalki 2898 AD স্পেশ্যাল এডিশন ই-সাইকেল লঞ্চ হল বাজারে, ৩ হাজার টাকার কম দামে কিনতে পারবেন

EMotorad Kalki Doodle-এর স্পেসিফিকেশন

● এই সাইকেলে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার থিম দারুণভাবে তুলে ধরা হয়েছে।
● ফিউচারিস্টিক স্টাইল সমৃদ্ধ লুক দেওয়া হয়েছে এই ই-সাইকেলে।
● এই ই-বাইকটি Doodle V3 মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
● এই ই-সাইকেলটি ফোল্ডেবল অর্থাৎ এটিকে ভাঁজ করে রাখা যাবে বা সঙ্গে নিয়ে যাওয়া যাবে।
● এই সাইকেলে মোটা টায়ার দেওয়া হয়েছে, যা স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম।
● প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবে এই ই-সাইকেল।
● ফুল চার্জে এটি ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই স্পেশ্যাল এডিশন সাইকেল।
● এই ই-বাইকে পাঁচটি রাইডিং মোড দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে প্যাডেল অ্যাসিস্ট, অ্যাক্সেলারেট ওয়াক এবং প্যাডাল মোড।

Kalki 2898 AD স্পেশ্যাল এডিশন ই-সাইকেল লঞ্চ হল বাজারে, ৩ হাজার টাকার কম দামে কিনতে পারবেন

EMotorad Kalki Doodle-এর দাম

সম্প্রতি, বাজারে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক সাইকেল। লঞ্চের সময়ে এই ই-বাইসাইকেলের দাম রাখা হয়েছে ৫৫,৯৯৯ টাকা। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে মাত্র ২,৮৯৮ টাকা দিয়ে অগ্রিম বুকিং করা যাবে এই ই-সাইকেল। হয়তো আপনি লক্ষ্য করেননি, কিন্তু এই ই-বাইকের অগ্রিম বুকিংয়ের পরিমান রাখা হয়েছে থিম সিনেমার নাম অনুযায়ী।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...