Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে এই কয়েকটি জেলায়

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

আগামী ৭ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ঘন্টায় ঘন্টায়। যে…

আগামী ৭ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ঘন্টায় ঘন্টায়। যে কারণে ভ্যাপসা অস্বস্তিকর গরম লাগছে মঙ্গলবার সকাল থেকেই। তবে এই জলীয় বাষ্পের হাত ধরেই এবার মৌসুমী বায়ু প্রবেশ ও তার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আর তারই মাঝে বর্ষার ঠিক আগের সময়ে ঝড়বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা ও কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনকি রাজ্যের সবথেকে গরম জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতদিন বর্ষা আটকে থাকবে উত্তরের জেলাগুলিতে? কবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি নামবে? এই নিয়ে কি বলছে আলিপুর অধি দফতর? একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।

বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে এই কয়েকটি জেলায়

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি

ইতিমধ্যে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই কারণে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে যে আজ দুপুরের পর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে শহরে। তবে সেই সঙ্গে রয়েছে অর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এই তাপমাত্রা কমবে বৃষ্টির সঙ্গে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া ইফিস জানিয়েছে যে আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টি হবে। তাই আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। যদিও দিনভর অর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরে।

বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে এই কয়েকটি জেলায়

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...