আর কয়েকদিন পরেই শেষ হচ্ছে জুন মাস। আসছে জুলাই। জুলাই মানেই বাংলার বুকে একাধিক উৎসব। একইসঙ্গে বর্ষার আগমন ঘটে এই মাসে। তাই এই মরশুমে অনেকেরই অনেক বিশেষ পরিকল্পনা থাকে। আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে সেই মাস। কিন্তু এই মাস বদল নিয়ে খবর কেন? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ঘুরপাক খাচ্ছে! তাহলে আপনার জেনে রাখা উচিত যে আসন্ন নভেম্বর মাস থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রতি মাসের শুরুতেই কিছু না কিছু নিয়ম বদলে যায়। এর প্রভাব সাধারণ নাগরিকদের উপরেও পড়ে। আর এবারেও তার অন্যথা হচ্ছে না। জুলাই মাসের শুরু থেকেই আর্থিক লেনদেন থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন বিষয়ে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। এছাড়াও বিনিয়োগের একাধিক ক্ষেত্রে বিভিন্ন নিয়মও পরিবর্তন হচ্ছে জুলাই মাস থেকে। এখন একনজরে দেখে নিন যে কোন কোন বিষয়গুলি বদলে যাচ্ছে আগামী মাস থেকে।
রান্নার গ্যাসের দামে পরিবর্তন
প্রত্যেক মাসের শুরুতেই LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করে তৈল ও গ্যাস বিপননি সংস্থাগুলি। তাই প্রত্যেক মাসের শুরুতে গ্রাহকদের নজর থাকে রান্নার গ্যাসের দাম পরিবর্তনের দিকে। গত মাসে রান্নার গ্যাসের দাম কমেছিল। তবে জুন শেষে জুলাইয়ের শুরুতে গ্যাসের দাম কি হবে, তা জানা যাবে ১ লা জুলাই।
ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার নতুন নিয়ম
সম্প্রতি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে যে এবার থেকে যেকোনো ক্রেডিট কার্ডের বিল পরিশোধের নিয়মে পরিবর্তন আনা হবে। আর এই পরিবর্তিত নিয়ম লাগু হচ্ছে ১ জুলাই, ২০২৪ থেকে। এক্ষেত্রে যেসব ক্ষেত্রে নতুন এই নিয়মের প্রভাব পড়বে সেগুলি হল ফোনপে, ক্রেড, বিলডেস্ক এবং ইনফিবিম অ্যাভিনিউয়ের মতো ফিনটেক প্ল্যাটফর্মগুলিতে।
পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট
এই বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা ৩০ জুন ২০২৪ পর্যন্ত ‘ধন লক্ষ্মী ৪৪৪ দিন’ ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন। আগামী জুলাই থেকে এই সুবিধা আর মিলবে না। তাই আপনি এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে হাতে আর কয়েকদিন সময় রয়েছে।
Indian Bank ও IDBI Bank-এর স্পেশ্যাল FD
ইন্ডিয়ান ব্যাঙ্কের স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন, ২০২৪। এই ব্যাঙ্কের Ind Super 400 এবং Ind Supreme 300 নামে একজোড়া স্কিমে বিনিয়োগ করে ৭.২৫ শতাংশ থেকে ৮.০০ শতাংশ সুদ পাওয়া যায়। এছাড়াও এই একই দিনে শেষ হচ্ছে IDBI ব্যাঙ্কের স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা। এই ব্যাঙ্কে ৩০০ দিন, ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের স্পেশাল এফডি স্কিমে ৭.০৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। তবে ৩০ জুন পর্যন্তই এই স্কিমে বিনিয়োগ করা যাবে।