কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও স্টেট ব্যাঙ্কে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তবে স্টেট ব্যাঙ্কের পাশাপাশি এখন আর অনেক সরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললে ভালো হারে সুদ পাওয়া যায়। বিশেষ করে স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বেশি সুদ দিচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্ক।
স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ
আমরা সাধারণত ফিক্সড ডিপোজিট বলতে বুঝি যে একটা মোটা টাকা ব্যাঙ্কে রেখে নিশ্চিন্তে তার দ্বিগুন বা এরকম কোন রিটার্ণের জন্য অপেক্ষা করা। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম রিটার্ন পেতে পেতে ১৫ থেকে ২০ বছর লেগে যায়। এদিকে এখন প্রায় সকলেই স্বল্পমেয়াদি বিনিয়োগের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। তাই ১ বছরের জন্য যেসব ফিক্সড ডিপোজিট হয়, সেগুলিতে এখন বেশি বিনিয়োগ করা হচ্ছে। এর এই ধরণের স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কে ভালো সুদ পাওয়া যাচ্ছে।
১ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্কে কেমন সুদ?
● ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক : ৬.৯০ শতাংশ
● ব্যাঙ্ক অফ বরোদা : ৬.৮৫ শতাংশ
● কানারা ব্যাঙ্ক : ৬.৮৫ শতাংশ
● সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া :৬.৮৫ শতাংশ
● স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৬.৮০ শতাংশ
● ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৬.৮০ শতাংশ
● ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৬.৭৫ শতাংশ
● পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক : ৬.৭৫ শতাংশ
● ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র : ৬.৭৫ শতাংশ
● পাঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্ক : ৬.২০ শতাংশ
● ইন্ডিয়ান ব্যাঙ্ক : ৬.১০ শতাংশ
● ব্যাঙ্ক অফ বরোদা : ৬.৮৫ শতাংশ
● UCO ব্যাঙ্ক : ৬.৫০ শতাংশ