Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-র ৩ মাসের রিচার্জ প্ল্যানের সঙ্গে Swiggy-র সাবস্ক্রিপশন, এই আনলিমিটেড 5G প্ল্যানের দাম কত?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই খাবার খেতে ভুলে গেলেও মোবাইল নিতে ভোলেনা বেরোনোর আগে। এমনটাই তো হওয়ার কথা ছিল। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে…

এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই খাবার খেতে ভুলে গেলেও মোবাইল নিতে ভোলেনা বেরোনোর আগে। এমনটাই তো হওয়ার কথা ছিল। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আজকাল রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই রিচার্জ করতেই হিমশিম খাচ্ছেন। তবে যারা Jio গ্রাহক, তাদের জন্য এসেছে সুখবর। কারণ জিও এমন একটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছে, যা খুবই সাশ্রয়জনক এবং লাভজনক। কারণ একইসঙ্গে একটি রিচার্জ প্ল্যানে মিলবে সুপারফাস্ট ডেটা, আনলিমিটেড কলিং এবং সুইগির সাবস্ক্রিপশন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় যেসব পরিষেবা দরকার, তার সবটাই মিলবে Jio-র এই রিচার্জ প্ল্যানে। তাহলে চলুন জেনে নিই এই প্ল্যানের সম্পর্কে।

Jio-র ৩ মাসের রিচার্জ প্ল্যানের সঙ্গে Swiggy-র সাবস্ক্রিপশন, এই আনলিমিটেড 5G প্ল্যানের দাম কত?

Jio-র নতুন রিচার্জ প্ল্যানের একাধিক সুবিধা

● এই প্ল্যানে ভ্যালিডিটি কিন্তু ৮৪ দিনের।
● এই রিচার্জ করলেই আপনি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ফেসিলিটি পাবেন।
● এর সঙ্গে প্রত্যেকদিন ২ জিবি করে সুপারফাস্ট 4G ইন্টারনেট ডেটা পাবেন।
● আনলিমিটেড 5G ডেটা পাবেন।
● এর সঙ্গে প্রতিদিন ১০০ টি এসএমএস পাচ্ছেন এই রিচার্জ প্ল্যানে।
● সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন পাবেন এই রিচার্জ প্ল্যানের সাথে। এক্ষেত্রে ১৪৯ টাকার বেশি দামের খাবারের অর্ডারে ১০টি ফ্রি ডেলিভারি এবং অনেক ফুড আইটেমে ৩০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
● বিভিন্ন জিও অ্যাপ, যেমন- জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড-এর সাবস্ক্রিপশন।

Jio-র ৩ মাসের রিচার্জ প্ল্যানের সঙ্গে Swiggy-র সাবস্ক্রিপশন, এই আনলিমিটেড 5G প্ল্যানের দাম কত?

প্ল্যানের মেয়াদ ও দাম

জিও প্রিপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যানের মেয়াদ হবে ৮৪ দিনের। এছাড়াও ৩ মাসের জন্য ৬০০ টাকার সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন পাবেন এই প্ল্যানের সঙ্গে। আর এই পুরো প্ল্যানটি আপনি পেয়ে যাবেন মাত্র ৮৬৬ টাকার বিনিময়ে। অর্থাৎ, যারা খেতে ভালোবাসেন এবং ডেলিভারি ফুড পছন্দ করেন, তারা এই প্ল্যানটি নিতেই পারেন। এই রিচার্জ আপনি পেটিএম বা ফোনপে-র মতো এপ্লিকেশন এবং ‘My Jio’ এপ্লিকেশন থেকেও করতে পারবেন। এছাড়াও Jio’র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই রিচার্জ করা সম্ভব।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...