বিগত দশক থেকে প্রতিটি ভারতবাসীকে বৈধ সরকারি পরিচয়পত্র দেওয়ার বিষয়টি গতি পেয়েছে। আর তাতে গতি এনেছে আধার কার্ড। বর্তমান সময়ে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, এটিকে অত্যাবশ্যকীয় নথি বললেও ভুল হবে না। কারণ নানা কাজে ব্যবহার করা হয় আধার কার্ড। তাই ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্বও বাড়ছে দিন দিন। কারণ সরকারের তরফে অধিকাংশ জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেই মান্যতা দেওয়া হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যাঙ্কের একাউন্ট খোলা থেকে শুরু করে, সিম কার্ড কেনা, গাড়ি কেনা এমনকি হোটেলে রুম নিতেও আধার কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যবসা রেজিস্ট্রেশন করতেও এই নথির গুরুত্ব অপরিসীম।আর সেই কারণেই আপনার আধার কার্ডটিকে সবসময় সক্রিয় ও সচল রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবসময় এই বিষয়ে যেকোনো আপডেট আপনাকে দেখে নেওয়া উচিত। আর এবার আধার কার্ড নিয়ে এমন একটু খবর সামনে এল, যা শুনলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়বেন। কারণ এই খবরটি আধার কার্ড বাতিল সংক্রান্ত।
বাতিল হচ্ছে বহু আধার কার্ড
আসলে লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে এই সংক্রান্ত একটি খবর শোনা যায়। যেখানে আমাদের রাজ্যের বেশ কিছু জেলার অনেক নাগরিকের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়। মূলত, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলায় অনেকের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়। কার্ডগুলিতে গলযোগ সন্দেহে সেগুলিকে সাময়িকভাবে বাতিল করা হয়। তবে যাচাইয়ের পর সেগুলিকে ফের চালু করে দেওয়া হয়।
কাদের আধার কার্ড বাতিল হতে পারে?
● যারা বিদেশ থেকে এসেছেন এবং দেশের সঠিক নথি দেখতে পারেননি।
● যারা পূর্বপুরুষদের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দিতে পারেননি।
● যারা অবৈধ উপায়ে আধার কার্ড করিয়েছেন। তাই আপনি যদি সঠিক উপায়ে বৈধভাবে আধার কার্ড করিয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই।