বর্তমান সময়ে জনজীবন দিন দিন হয়ে উঠছে ডিজিটাইজড। আর এই ডিজিটাল যুগে ব্যাঙ্কে না গিয়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরণের টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই। বলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা ভীষণ জরুরি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা ভাবছে ব্যাঙ্কগুলি। কারণ, সুযোগসুবিধা না পেলে গ্রাহক এখন অন্য ব্যাঙ্কের পরিষেবা নিতে দুবার ভাবেন না। তাই এখনকার দিনে গ্রাহকদের প্রিমিয়াম পরিষেবা থেকে শুরু করে ডোরস্টেপ ফেসিলিটি দেওয়ার বিষয়ে উদ্যোগী হচ্ছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলি। আর এবার গ্রাহকদের জন্য বাড়িতে বসে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার কয়েকটি দারুন উপায় লঞ্চ করেছে স্টেট ব্যাঙ্কও। তাই আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার এই উপায়গুলি জেনে রাখা দরকার।
SBI YONO অ্যাপের সাহায্যে ব্যাঙ্ক ব্যালেন্স চেক
মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য YONO অ্যাপটি ব্যবহার করতে পারেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা। এর জন্য এই এপ্লিকেশনে জন্য লগইন করে ওটিপি বা এমপিনের মাধ্যমে ব্যালেন্স চেক করা যাবে। অ্যাপে লগইন করে ব্যালেন্স অপশনে ক্লিক করলেই সব তথ্য জানা যাবে সহজে।
নেট ব্যাঙ্কিং ও UPI মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক
ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে। এত জবয় অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিংয়ের নির্দিষ্ট আইডি, পাসওয়ার্ড থাকলেই এই কাজটি করতে পারবেন। এছাড়াও যেকোনো UPI এপ্লিকেশনের মাধ্যমেও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে।
টোল ফ্রি নম্বরে কল বা SMS করে ব্যালেন্স চেক
টোল ফ্রি নম্বরে কল করেও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যায়। স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল সাইটে এই নম্বর পাওয়া যাবে। এছাড়াও SMS-এর মাধ্যমে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে। এর জন্য ‘BAL’ লিখে ০৯২২৩৭৬৬৬৬৬ – এই নম্বরে পাঠালেই সেই নম্বরের সঙ্গে সংযুক্ত স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যাবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক
হোয়াটসঅ্যাপের মাধ্যমেও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ নম্বর ৯০২২৬৯০২২৬- টি নিজেদের ফোনে সেভ করে রেজিস্টার মোবাইল নম্বর থেকে ‘Hi’ লিখে পাঠালেই ব্যালেন্স ডিটেলস দেখতে পাওয়া যায়।