এখন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা। তবে মোবাইলে শুধুমাত্র কাউকে কল করা বা ম্যাসেজ করার পাশাপাশি ও এক কাজই আজকাল করা হয়। এর মাঝে যেমন সোশ্যাল মিডিয়ার ব্যবহার রয়েছে, তেমনই রয়েছে অনলাইন শপিংয়ের বিষয়টিও। এছাড়াও মোবাইলকেন্দ্রিক বিনোদনের ব্যবস্থা আজকাল ব্যাপকভাবে জনপ্রিয় গ্রাহকদের মধ্যে। আর আসন্ন বড়দিনের উৎসবের আগে যেহেতু মানুষের হাতে রয়েছে অনেক খরচ, তাই এই সময় মানুষ কিছু সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এবার মোবাইল গ্রাহকদের জন্য রয়েছে একটি বড় আপডেট। বিশেষ করে যারা Jio ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি দুঃসংবাদও বলা যায়। এবার থেকে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলো মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio। কারণ এবার ট্যারিফ রেট বৃদ্ধির পথে আগে পা বাড়লো Jio। তারা যারা জিও প্রিপেইড বা পোস্টপেইড ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বড় আপডেট। কারণ, একাধিক রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। হয়তো আপনি যে প্ল্যানটি রিচার্জ করেন, তা কিনতে হলে এবার থেকে বেশি টাকা দিতে হবে।
Airtel-এর আগে ট্যারিফ বৃদ্ধি করলো Jio
যেকোনো সময় আমরা দেখেছি যে ট্যারিফ বৃদ্ধির ক্ষেত্রে সবার আগে পদক্ষেপ নেয় এয়ারটেল। সেই কারণে যেকোনো সময় সবার আগে এয়ারটেল-এর রিচার্জের দাম বেড়ে। তবে এবার Jio আগেভাগে সেই কাজ করে ফেললো। জানা গেছে, ১২.৫০ থেকে ২৫ শতাংশ অবধি বৃদ্ধি পাচ্ছে ট্যারিফ, যা কার্যকর হবে আগামী ৩ জুলাই থেকে। আর এক্ষেত্রে, একসঙ্গে ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হল, যার মধ্যে ১৭ টি প্রিপেইড প্ল্যান এবং ২ টি পোস্টপেইড প্ল্যান। তবে এক্ষেত্রে সুলহবর রয়েছে জিও-ফোন ও জিও-ভারত ইউজারদের জন্য। কারণ তাদের কোনো রিচার্জের ক্ষেত্রে ট্যারিফ বাড়ানো হয়নি।
Jio-র কোন প্ল্যানের দাম বেড়ে কত হল?
প্রিপেইড প্ল্যান
● ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ১৮৯ টাকা
● ২০৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ২৪৯ টাকা
● ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ২৯৯ টাকা
● ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩৪৯ টাকা
● ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩৯৯ টাকা
● ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৪৪৯ টাকা
● ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৫৭৯ টাকা
● ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৬২৯ টাকা
● ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৪৭৯ টাকা
● ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৬২৯ টাকা
● ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৭৯৯ টাকা
● ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৮৫৯ টাকা
● ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ১,১৯৯ টাকা
● ১,৫৫৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ১,৮৯৯ টাকা
● ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩,৫৯৯ টাকা
পোস্টপেইড প্ল্যান
● ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৩৪৯ টাকা
● ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ৪৪৯ টাকা
অ্যাড অন প্ল্যান
● ১৫ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ১৯ টাকা
● ২৫ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ২৯ টাকা
● ৬১ টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে ৬৯ টাকা